আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। এলোমেলো চুল নিয়ে উক্তি –
সৃষ্টির আদিকাল থেকে চুল নারী এবং পুরুষ উপায়ের সৌন্দর্যে এক বিশেষ অংশজুড়ে অবস্থান করছে। চুল যে শুধুমাত্র নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত তা কিন্ত নয়। বরং আজকাল ফ্যাশন সচেতন ছেলেদের কাছেও চুল সৌন্দর্যের প্রতীক। একসময় শুধুমাত্র মেয়েরাই চুলের যত্ন আত্তি করতো কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন ছেলেরাও চুলের উপর নিজেদের নজর দিচ্ছে। সেই সাথে চুলের যন্তআত্তিতে নানান উপায় অবলম্বন করতে দেখা গেছে। চুলের কিছু বিশেষ ধরণ রয়েছে। কাৰণ চুল সোজা ,আবার কারো চুল ঢেউ খেলানো আঁকাবাকা, ,আবার কারো কারো চুল অর্ধেক হলো
আঁকাবাকা এবং বাকি অর্ধেক হলো
সোজা মিলিয়ে। অনেকে চুল পরিপাটি করে রাখতে চুল পছন্দ করে থাকে। কিন্তু চুলের আসল সৌন্দর্য ফুটে উঠে এলোমেলো চুলে।বাতাসে এলোমেলো চুলের দোলখাওয়ানো চুলের যে সৌন্দর্য ফুটে উঠে তা পরিপাটি চুলের মাঝে খুঁজে পাওয়া মেলা দায়। তাইতো এলোমেলো চুলের সৌন্দর্য্য যে তাই রচিত হয়েছে নানান ধরণের উক্তি ,নানান ধরণের কাব্যকথা।
নিচে এলোমেলো চুল নিয়ে কয়েকটা উক্তি তুলে ধরা হলো :
১.উক্তি:
“তোমার এলোমেলো চুলগুলো
আজ উড়ছে বাতাসে,
আমি রয়েছি যেন কতকাল
তোমার পাশে বসে”।
২.উক্তি:
‘তোমার এলোমেলো চুলে দিব
আমি বেইলি ফুলের মালা
তোমায় গান শুনাবো আমি বেসুরে গলায়
পারে পড়বো তোমার নপুর আলতা কিংবা মেহেদী
মনের কথা বলব তোমায় জোস্ন্যা রাতে বসে।”
৩.উক্তি:
যদি এমন হতো তোমার চুলগুলো এলোমেলো হয়
খুব ঘন কালো মেঘের মতো হাওয়ায় হাওয়ায়
এলোমেলো উড়ে উড়ে যেত
তবে এমন কি ক্ষতি হতো?
আমার ভালোলাগায় মন ভোরে যেত!!
৪.উক্তি:
আমি আবার লিখবো কবিতা ছন্দ ভরা শব্দে
তোমার এলোমেলো চুলের গন্ধ নিয়ে
খুব কাছে বসে যেন অধর ছুঁয়ে যায়
তারপর এতটা বিশ্বাস দেবো ভরে যাবো
তোমার রক্তে আমার অস্তিত্ব”।
৫.উক্তিঃ
“যখন আমার এলোমেলো চুল
হওয়ার সাথে কথা বলে
তখন তুমি বন্দি থেকো
আমার মনের অন্তরালে।”
৬.উক্তি:
“তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে হারিয়ে যেতে চাই
কোনো এক হুডতোলা রিকশায়।”
৭.উক্তি:
“বালিকা তুমি খুব অপরূপ
লাল চুরি পড়া তোমার চমৎকার হাত
তোমার অবাধ্য এলোমেলো চুলে!!!
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন