আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম করার উপায়। ওয়েবসাইটে এডসেন্স পাওয়ার সেরা টিপস। গুগল এডসেন্স হচ্ছে একটা এড নেটওয়ার্ক। যেখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ওয়েবসাইট গুলো মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। ইউটিউব এবং ওয়েবসাইট এর ক্ষেত্রে মনিটাইজেশন পলিসি গুলো একটু ভিন্ন। আজকে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইটে মনিটাইজেশন নেওয়ার জন্য কি কি করতে হবে। মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় গুলো আপনাদের সাথে শেয়ার করব।
গুগল এর কিছু নির্দিষ্ট নিয়ম ও পলিসি ।
প্রথমে আপনাদের সাথে গুগলের কিছু নিয়ম শেয়ার করি। যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি মনিটাইজেশন নিতে চান। একদম সর্বপ্রথম যে রুলস রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রী আর্টিকেল লিখতে হবে। আপনি যদি কপি করে সেগুলো আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন। কখনো মনিটাইজেশন পাবেন না।
এরপর আপনাকে যে বিষয়টা দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ভিজিটর গুলো অবশ্যই অর্গানিক হতে হবে। আপনি যদি গুগল থেকে ভিজিটর নিতে পারেন সেটা হবে আপনার জন্য সবথেকে ভালো। আপনি চাইলে ভিজিট নেওয়ার জন্য আপনার পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তবে কখোনই অটো ভিজিটর সাইট থেকে ভিজিট নিবেন না। যদি এরকম করেন তাহলে গুগল কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না।
মনিটাইজেশন পাওয়ার সহজ কিছু পদ্ধতি।
আপনার ওয়েবসাইটে কমপক্ষে 5 থেকে 7 টা ক্যাটাগরিতে পোস্ট করবেন। এবং প্রতিটি ক্যাটাগরিতে আপনি কমপক্ষে পাঁচটি করে পোস্ট করবেন। আপনাকে অবশ্যই বেশ কিছু পেজ তৈরী করতে হবে। অ্যাবাউট আস’ কন্টাক আস, প্রাইভেসি পলিসি সহ এরকম কিছু। আপনি তৈরি করবেন এবং সেগুলো কি আপনার ওয়েবসাইটের হেডারে এবং ফুটারে এড করবেন।
পোস্ট গুলো লেখার ক্ষেত্রে যতটা সম্ভব এসইও করে পোস্ট লিখবেন। একটু বড় করে পোস্ট লিখার চেষ্টা করবেন। এবং পোস্টগুলো যাতে সুন্দর করে সাজানো গোছানো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
আপনি যদি ওয়েবসাইট থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে চান। সে ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো এবং সুন্দর একটা থিম ব্যবহার করবেন। আপনার ওয়েবসাইটের ডিজাইন যদি খুব বেশি খারাপ হয়। সে ক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে মনিটাইজেশন দেবে না।
আপনার ওয়েবসাইটে অবশ্যই এড দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকতে হবে। আপনার ওয়েবসাইটের ডিজাইন যদি এরকম হয় গুগোল কোথায় এড দেবে এরকম কোন জায়গা নাই। সে ক্ষেত্রে কিন্তু গুগোল কখনো আপনাকে মনিটাইজেশন দিবে না।
আপনার ওয়েবসাইট যেই জিমেইল দিয়ে তৈরি করবেন। অবশ্যই সেই জিমেইল আপনার বয়স 18 এর বেশি থাকতে হবে। নাহলে কিন্তু গুগল আপনাকে এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না।
সর্বশেষ কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই গুগল থেকে ভিজিটর নিতে হবে। এটা আপনাকে মাস্ট বি করতে হবে। প্রতিদিন অন্তত যদি কিছু পরিমান ভিজিটর থাকে আপনি খুব সহজে এডসেন্স পেয়ে যাবেন। আর যদি আপনার ওয়েবসাইটে কোন ভিজিটর না থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেলেও কোনো ইনকাম হবে না।
একটা ওয়েবসাইট থেকে মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই কমপক্ষে দুই তিন মাস গেলে এপ্লাই করবেন। এর আগে এপ্লাই করলে এডসেন্স না পাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি টিপস গুলো কাছে লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ