আমরা যারা মানুষ তাদের অনেকের অনেক কথা থাকে, সেই কথাগুলো সুখের, কোন কথা আবার দুঃখের, কোন কথা আবার আবেগের, কোন কথা শুধু ভালোবাসার। আমরা অনেকেই ভালোবাসার কথা শুনতে ভালবাসি। ভালোবাসার কবিতা পড়তে ভালোবাসি। ভালোবাসার চাইতে ভালবাসাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ আমাদের জন্মই হয়েছে ভালোবাসার জন্য। যার জীবনে ভালোবাসা আছে তার জীবনটাই তো ধন্য।
যার জীবনে ভালোবাসা নেই, তার জীবনে নেই কোন কাব্য, তার জীবন যান্ত্রিকতা ছাড়া মানবতাকে এখনো স্পর্শ করেনি। ভালোবেসে আমরা মরতেও পারি। ভালোবেসে আমরা নিজেকে নিজের শত্রু করে তুলি। তবু আমরা ভালোবাসি। কারণ ভালোবাসার মত যোগ্যতা আমাদের আছে। সে ভালোবাসা গুলো কিছুটা পবিত্র, কিছুতো আবেগের আবার কিছুটা অনুভব এর। ভালোবাসা তো শুধুই ভালবাসা। ভালোবাসা আমাদেরকে বাঁচতে শেখায়।
ভালোবাসা আমাদের জীবনকে চিনতে শেখায়। ভালোবাসার জিনিস সেটা অনেক রকমের হতে পারে। হতে পারে অতি সামান্য।তবু এই সামান্যতম ভালোবাসাগুলো মানুষের জীবনকে এনে দেয় বিপুল ঐশ্বর্য আর আনন্দ। ভালোবাসার কোন সীমানা নেই। ভালোবাসা জেলখানার বন্ধি কয়েদি নয়। ভালোবাসা উড়ন্ত পাখির উড়ন্ত সেই পাখার মত। শুধু ছুটে বেড়াতে চায়, সীমানা পেরিয়ে কে হতে চায় স্বাধীনতা নামের অর্জিত সু খ। ভালোবাসার কোন ঠিকানা নেই। নেই কোন গন্তব্য। ভালবাসার রংকে এখনো পর্যন্ত কেউ রঙিন করে তুলতে পারেনি।
অমৃত মাথা যে রঙ সে রং কে কেউ রঙিন করে তুলতে পারে এমন সাধ্য পৃথিবীতে কারিবা আছে? তাইতো ভালোবাসার কোন রং নেই ,নেই কোন বন্ধু নেই ভালোবাসার কোন শত্রু। আমরা জীবনকে কেন ভালোবাসার ধর্মে অংকিত করতে পারিনা। ভালোবাসার ধর্মকে কেন নিজের জীবনের সাথে আলিঙ্গন করতে দেই না। ভালোবেসে আমরা কেন নিজেকে ধন্য করতে পারিনা। কেন কিছু মানুষের জন্য ভালোবাসা কে ঘৃণা করতে শিখলাম আমরা। ভালবাসার মত এত পবিত্রতা আমাদের মাঝে আমরা কি করে হারাতে দিলাম।
ভালোবেসে কেন আমরা ভালোবাসার সাথে বন্ধুত্ব করতে পারি না। ভালোবাসাকে কেন আমরা একটি পাত্রে বন্দি করে রাখতে চাই। আমরা যা কিছু চাই তা তো আমরা ভুল করে চাই। আর যা কিছু আমরা চাই না তাই হয়তো ভুল করে পেয়ে যাই। আমরা নিজেদের নিজেরাই শত্রু, বন্ধুকে ভুলে শত্রুকে করে নিয়েছি আপন। জীবনটা ভরে গেছে তামার অর্থ নিজেকে মনে হয় অনেক পুরাতন। কোন ধর্মে মন বসেনা শুধু ভালোবাসা ছাড়া। ভালোবেসে জীবন টাকে কেন উৎসর্গ করতে পারিনা। প্রকৃতির মাঝে থেকেও প্রকৃতি কে আমরা চিনতে পারি নাই। কতটা নিঃশব্দে কতটা সার্থক ভরে জীবনকে আমরা দূরে ঠেলে দেই তার প্রকৃত কামনার কাছ থেকে। জীবনকে নিয়ে যায় এক অসীম ক্ষমতার দ্বারপ্রান্তে। যেখানে নেই পবিত্র প্রেম যেখানে নেই পবিত্র ভালোবাসা।
স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় মোদের বিবেক। আমরা ভুল করে ভালোবাসি, ভুল করে কষ্টের সাথে পরিচিত হই। আমরা ভুল করে জীবনকে ভালো না বেসে জীবনের সাথে জড়িত ও প্রয়োজনীয় জিনিসগুলো কে ভালবাসি। কেন বড় জানতে ইচ্ছা করে,। নিজেকে আমরা নিজের মধ্যে কেন বন্দি করে রেখে দেই?। পাখির মত যে জীবন প্রকৃতির মাঝে বিতরণ করার ইচ্ছা রাখে সে জীবনকে কেন মোরা চিনতে পারিনা। জানিনা শুধু হই জানিনা।
জ্ঞানের বিশালতার সমুদ্রের মাঝে কেন মোরে হারিয়ে যাই। আত্মপক্ষ সমর্থন করে যেন মরার ওয়ে যায় ছোট্ট কুঠুরিতে। খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে। দু’বেলা দু’মুঠো ভাতের জন্য জীবন ধারন করি । দু টাকার লোভ সামলাতে আমরা হিমশিম খাই। জীবনকে খুঁজে পাই কাগজের নোট এ।
এ জীবন কি দিয়েছে আমাদের। পান্তাভাতের জীবনকে পান্তা ভাত এর মধ্যেই সীমাবদ্ধ করে নিলাম। কি চাইলাম আর কি বা পাইলাম। জীবন যখন থমকে দাড়ায়, তখন জীবন থেকে পাওয়া দুঃখগুলো আমাদের জীবনকে ঘৃণা করতে শিখায়। কেন সে কথা আজও জানি না। কথাগুলো আমার নয় কথাগুলো আমাদের।