Cheap price backlink from grathor: info@grathor.com

কবিতাগুচ্ছ: নামহীন সম্পর্ক, প্রিয় রুপা, হৃদয় ভাঙার যন্ত্রণা

কবিতা: প্রিয় রুপা

তুমি কি আমার  রূপা হবে
মনের মধ্যে কি সারাজীবন রবে
অনেক দিন তো হলো তোমাকে দেখি না
তোমাকে খুব দেখতে হচ্ছে করে
তাই তো রঙ বেরঙের চিঠি লিখি তোমার কাছে
তুমি কি রাগ করো
আমি তোমার সেই হলুদ রঙের পাঞ্জাবি পড়া হিমু,
তোমার মনে আছে আমি তোমাকে সেদিন
নীল শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি,

কপালে  একটি নীল টিপ বলেছিলাম   পরতে
আর বলেছিলাম
এক জনম দেখবো তোমায় অবাক দৃষ্টিতে।
খালি পায়ে হেটে আনবো নীল পদ্য,
আর চিঠিতে লিখবো কিছু ছন্দ
তুমি কি আমার কবিতা হবে,
নির্জন অন্ধকার একা ঘরে,
নিজের আবেগের সবটুকু দিয়ে
আবৃত্তি করবো বলে।
তোমাকে নিয়ে না হয় সুখের ঘর বাঁধবো
আর সারাক্ষণ ভালোবাসি বলবো ।

কবিতা: নামহীন সম্পর্ক

আমার নামহীন একটা সম্পর্ক হোক
নামহীন সম্পর্কের মাঝেই আবদ্ধ থাক থাকুক
কোন শর্ত ময়  সম্পর্ক না থাকুক আমাদের মাঝে
অগোছালো একটা মানুষ আমার হোক
কোন কারন ছাড়ায় ভালোবাসুক।
মাঝরাতে হঠাৎ ভালোবাসি বলুক
নিয়ম করে আমার ঠিকানায় একটা দুটো  চিঠি আসুক
ইচ্ছে হলেই বারান্দায় কেউ  উঁকি মারুক,
যত্ন করে বেলি ফুলের মালা আমার
খোঁপায়  গুঁজে দিক।

আমি না হয়  অকারনেই একদিন শাড়ি পড়লাম,
লাল আলতা আর কপালে কালো টিপ পড়লাম
কাঁচের চুরির টুং টাং আওয়াজ করলাম
রাত জেগে সহস্র কবিতা শিখলাম
নিয়ম করে দুটো চারটা   চিঠি আমিও  লিখলাম,
না হয় পাঠিয়ে দিলাম বেনামি কোন শহরে
কারো জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষ‌া করলাম,
নিয়ম করে যত্ন নিলাম, অভ্যাস হয়ে গুছিয়ে দিলাম,
তবুও একটা মানুষ আমার হোক
আমায় খুব করে ভালোবাসুক

কবিতা: হৃদয় ভাঙার যন্ত্রণা

যে হৃদয় বারবার ভেঙে গেছে
সেই শুধু যানে হৃদয় ভাঙার যন্ত্রণা
যে  সারা জীবন ভালবাসে আঘাতের পর আঘাত পায়
সেই শুধু যানে বিশ্বাসঘাতকতার মানে  কতটা ভয়াবহ
যে মনের অজান্তে কাউকে ভালোবেসে ঠকে যায় তার কাছে একটা সময় ভালোবাসা মানে শুধুই মিথ্যে আশা
যে মানুষটা একটা সময় ক্লান্ত হয়ে পরে কাউকে ভালোবাসি বলতে বলতে

তার জীবনে একটা সময় আবেগ বা ভালোবাসা বলতে কিছু থাকে না
যে সবসময় সত্যিকারের প্রেম ভালোবাসা খুঁজতে ব্যস্ত ছিলো
একটা সময় আসে  সেও সত্যিকারের প্রেমে বিশ্বাস করা বন্ধ করে দেয়।
সে বুঝতে পারে  ভুল মানুষকে ভালোবেসেই আজ তার অবিরাম ঘুমহীন রাত এবং কান্নার কারণ হয়েছে।
মহাবিশ্বে যা কিছু  রাখা আছে  তা তার কাছে ফিরে আসবে
এটাই  বাস্তব এবং সম্ভব

Related Posts

33 Comments

Leave a Reply