Cheap price backlink from grathor: info@grathor.com

কবিতা সংকলন: দূর কোন গাঁ

সুপ্রিয় পাঠক পাঠিকা আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা সংকলন নিয়ে হাজির হলাম। সংকলনটি যদি ভালো লাগে তাহলে মন্তব্য করার আবেদন রইল।

১।কাছে টেনে নিও 

তোমায় হারিয়েছি বহুদিন আগে 
আজও মনে ভেসে ওঠে তোমার ছবি,
ভুলতে গিয়েও পারিনি আমি  ভুলতে 
তোমার মায়া মাখা সেই মধুর হাসি।
বর্ষার দিনের প্রবল বর্ষণে 
তোমায় আটকাতে  পারিনি একটুও,
ছুটি এসেছিলে কাছে আমার 
অজানা কোন এক মায়াবী আকর্ষনে।

অভিমান কখনো করোনি তুমি 
আমার দেয়া আঘাতে মোটেও,
আজ বুঝেছি কি ছিলে তুমি 
হারিয়ে যখন তোমায় বহুদূরে 
ফিরে কি আর আসবে তুমি 
আমার ব্যথাতুর জীবনের ও প্রিয় 
ক্ষমা করে দিয়ে তুমি আমায়
অতি যতনে কাছে টেনে নিও 

২।আজো আমি 

চোখের নদী শুকিয়ে গেছে
 কঠিন হয়েছে এই মন
 যতই আঘাত করো না তুমি 
সইতে পারব আমি আমরণ।
তিল তিল করে কষ্টগুলো 
জমে হলো কালো পাহাড়,
আজও আমি বদলাইনি একটুও 
আছি আগের মতোই বরাবর।

এক মন আমি দিয়েছি তোমায় 
ফেরাই কি  করে আর,
তোমার মত ক্ষণে ক্ষণে আমি 
রং বদলাবো না আবার।
ব্যথা পেয়ে দুঃখ পেয়ে 
মজবুত হলো প্রেমের ভিত,
তোমায় আমি ভালোবেসে যাবো 
যদিও হয় হিতে-বিপরীত।

৩।এখন আমি 

এখন আমি তোমায় ছাড়াই চলতে পারি 
আগে মনে করেছিলাম হয়তো থমকে যাব,
জগতে কারো জন্য কিছু বসে থাকে না 
একটা সময় সবই স্বাভাবিক হয়ে যায়।
এখন আমি আগের চেয়েও আত্মপ্রত্যয়ী 
তোমায় ভালোবেসে আমার এই শিক্ষাই হয়েছে,
অন্ধ ছিলাম বলে কিছুই বুঝিনি
তুমি আমায় বাস্তব শিখিয়েছো-ধন্যবাদ তোমায়।

এখন আমি অনেকটাই সাহসী 
একটা সময়ে হারানোর ভয়ে দুর্বল ছিলাম,
মনে দুরন্ত সাহস না থাকলে 
দুঃখকে জয় করা কঠিন হয়ে যায়।
এখন আমার হারানোর ভয় নেই 
যার কিছুই নেই তার আবার কিসের ভয়,
সব কিছু জয় করে
এখন আমি দূর্বার দুরন্ত।

৪। অপার মহিমা 

শত্রু নই আমি তোমার 
বন্ধুত্বের হাত বাড়িয়ে ছিলাম তোমার পাণে 
ফিরিয়ে দিলে অনায়াসে তুমি
আমি তোমার যোগ্য নই বলে।
সবই তো ছিলো আমার মাঝে
কমতি তো ছিল না কিছু,
তবুও কেন আঘাতে আঘাতে
কোমল মনকে করলে কাবু।

মাঝে মাঝে তোমাকে আমার
বড়ই অচেনা মনে হয়,
আবার কখনও দপখি তোমায়
চির চেনার মত আলাপচারিতায়।
ভাবতে কি পারো না তুমি
চির বন্ধু আমি তোমার,
জড়াতে কি পারো না একবার
বন্ধুত্বের আপন মহিমায়।

৫। দূর কোন গাঁ

দূর কোন গাঁ থেকে
ভেসে আসে মৃদু স্বরে
করুণ বাঁশির সুর।
কষ্ট তার ছড়িয়ে দিল
সারা পৃথিবীময় জুড়ে
বেদনায় হল বিধুর।
বোবা কান্নার ধ্বনি শুনি
ভেসে আসা সে অপার
সুরের মূর্ছনায়।
বিরহী মন আনচান করে
জানতে অধীর আগ্রহে
কি দুঃখ তোমার।

বাশঁরী বাজিয়ে প্রিয়ার বিরহে
কষ্টে হৃদয় নীল হল
সেই অচেনা পথিকের।
শোনাত যদি বিরহের কথা
কাছে এসে আমায়
হয়ত শান্তি দিতে পারতাম ক্ষণিকের।

Related Posts

14 Comments

Leave a Reply