করোনা পুরো পৃথিবীকে গত কয়েকমাসে করে তুলেছে বিপর্যস্থ,বিশ্বের প্রায় অধিকাংশ দেশে হানা দিয়েছে এই ছোট এবং ভয়ানক চরিত্রের ভাইরাসটি, নিত্যনতুনভাবে নিজের চরিত্র এবং আক্রমন করার ক্ষমতার দরূন বড় বড় মাথা ধরা বিজ্ঞানীরাও নাস্তানোবোধ,পৃথিবী জুড়ে চলছে লকডাউন, জনজীবন বিপর্যস্থ,কলকারখানা থেকে শুরু করে বন্ধ প্রায় সকল আয়ের উৎস গুলো, হাহাকার চারিদিকে,আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এরকম লকডাউন করে সব মানুষের ঘরে খাবারের ব্যাবস্থা করা প্রায় অসম্ভব, সরকার সহ সমাজের বিত্তশালীরা বিভিন্ন সংগঠন নিজেদের জায়গা থেকে এগিয়ে এসেছে যদিও কিছু ক্ষেত্রে মানুষ এর সুফল ভোগ করলেও সমাজের সকল স্তরের মানুষ খুব কম উপকৃত হয়েছে,যারা সবচেয়ে কম উপকৃত হয়েছে এ শ্রেণীর মানুষকে অনেকে মধ্যবিত্ত বলে, এরা সমাজে মোটামুটি ভালোই সন্মান নিয়ে চলে, ঐ যে বললাম যে সাহায্য দিচ্ছে অনেকে এরা কিন্তু তা নিতে লাইনে দাড়ায় না, চাইতেও পারে না এরা, উচ্চবিত্তরা নিম্নবিত্তদের সাহায্য করছে, মাঝখানের মধ্যবিত্তরা তাকিয়ে দেখছে শুধু,না পারছে কেউকে কিছু বলতে না পারছে কিছু উপার্জন করতে, যেই লোকটা ভাড়ায় গাড়ি চালিয়ে সংসার চালাতো তার যে অনেকদিন গাড়ি রাস্তায় ওঠে না, তার ঘরের চুলায় হাড়ি ওঠে তে? আপনার উত্তর হবে উঠে হয়ত,
নিম্নবিত্ত পরিবার হলে এক নিঃশ্বাসে বলে দিতেন না, মনে হয়
কিন্তু মধ্যবিত্ত বলে গায়ে লাগালেন না, এটা আমাদের কারো দোষ না এটা প্রাকৃতিক এদের ঘরে ভাত না থাকলেও এরা কখনো এসে সেটা বলবেও না আর আপনাকে বুঝতেও দিবে না
কোথায় যেন এদের বাধা দেওয়া আছে, কষ্ট করবে অথচ বুঝতে দিবে না, অনেকে আবার সাহায্যের সময় ছবি তুলতে চায়, এক প্যাকেট খাবারের জন্য মধ্যবিত্ত শ্রেনীর বেক্তিটি কিন্তু খাবার নিতে আসবে না যদিও তার পেটে ক্ষুধা আছে, নিম্নবিত্তরা এ সুফলভোগ করে,তারা বিত্তবানদের দেওয়া সাহায্যে অন্য সময়ের চেয়ে করোনা কালীন সময়ে ভালোই চলছে, আমার মনে হয়,তবে কি মধ্যবিত্ত অভিশাপের নাম?
অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনী শ্রেনীর ঘরে ও গরীব শ্রেনীর ঘরে সব আছে শুধু মধ্যবিত্তের ঘরে নেই কিছু, চাইতে পারছে না কাদঁছে ঘরে বসেই
এরা এক আজব শ্রেনী, ক্ষুধার জ্বালায় প্রাণ যাবে তবুও কারো কাছে কিছু চাইবে না
আমাদের উচিৎ সমাজের মধ্যবিত্তের খোজ নেওয়া তাদের সাথে কথা বলে তাদের জন্য উপযুক্ত সাহায্যের ব্যাবস্থা করা
সমাজের এক শ্রেনীকে বাদ রেখে আমাদের চলা সম্ভব না,
সমাজ একটা চেইন চেইনের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ
ঠিক তেমনি মধ্যবিত্তদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করে সবাইকে একসাথে নিয়ে আগাতে হবে সামনে
তবেই এ বিপদ কেটে গেলে আমরা পাবো সুন্দর একটা পৃথিবী
একটা সুন্দর পৃথিবীর প্রত্যাশায়