- আসসালামুআলাইকুম ভিউয়ারস। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কলকাতার নায়করা প্রতি ছবিতে কে কত টাকা পান এবং সবচেয়ে দামি কে? তো চলুন শুরু করা যাক। ১০।যশ দাশগুপ্ত :গ্যাংস্টার ছবি দিয়ে বাংলা সিনেমাতে আত্নপ্রকাশ করেন।বর্তমানে ছবি প্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ২২ লক্ষ টাকা। ৯। সোহম চক্রবর্তী :টালিউডে শীর্ষ শিল্পী হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সোহম। এরপর নায়ক হিসেবে অভিনয় শুরু করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বতর্মানে এ অভিনেতার প্রতি ছবিতে পারিশ্রমিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। ৮।পরমব্রত চট্টোপাধ্যায় : ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।তিনি একাধারে একজন সফল অভিনেতা এবং পরিচালক। কাহানি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্নপ্রকাশ করেন। বতর্মানে ছবি প্রতি এই অভিনেতার পারিশ্রমিক ২৫ থেকে ৩৫ লাখ টাকা। ৭।যিশু সেনগুপ্ত: একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা। অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে। বতর্মানে ছবি প্রতি তার পারিশ্রমিক ৩৫ থেকে ৪৫ লাখ টাকা। ৬।আবির চট্টোপাধ্যায় :বাংলা সিনেমা ছাড়াও তিনি বহু বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। প্রতি সিনেমাতে তার পারিশ্রমিক ৪০ থেকে ৪৫ লাখ টাকা। ৫।অঙ্কুর হাজরা :টালিউডে দ্রুত জনপ্রিয়তা লাভ করা তারকাদের মধ্যে অন্যতম একজন তিনি। ২০১০ সালে কেল্লাফতে সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন। বতর্মানে এই অভিনেতার পারিশ্রমিক ছবি প্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা। ৪। মিঠুন চক্রবর্তী : মৃগয়া ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। মিঠুন তার সিনেমা প্রতি ৫০ থেকে ৮০ লাখ টাকা নেন। ৩। জিৎ: ২০০২ সালে মুক্তি পায় তার অভিনিত সাথি। ছবি প্রতি এই অভিনেতা ৭৫ থেকে ৯০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ২। দেব: বতর্মান সময়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব। ২০০৭ সালে আই লাভ ইউ ছবি দিয়ে নিজেকে তুলে ধরেন। দেবের ছবি প্রতি পারিশ্রমিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা। ১। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় : বাংলা সিনেমার মহানায়ক প্রসেনজিৎ বহু বছর ধরে টালিউডে রাজত্ব ধরে রাখেন। সিনেমা প্রতি তিনি ৯০ লাখ থেকে ১কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আশা করি একটু হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
10 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
দারুন
great
nc
FINE
very nice
valo post
good post
nice post
Hur
ok