আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।
আমাদের দৈনন্দিন জীবনে নিজের প্রয়োজনে বিভন্ন মানুষের সাথে মিশতে হয় বিভিন্ন মানুষের সাথে কাজ করতে হয়। কাজের সূত্রে আমাদের বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। যাদের সাথে আমরা আমাদের কাজের সূত্রে একই স্থানে বসে কাজ করে থাকি তাদের কলিগ হিসেবে সম্মোধন করতে হয়। কলিগ নারী পুরুষ যে কেউ হতে পারে। কলিগ বয়সে বড় কিংবা ছোট হতে পারে। তাই কলিগদের সাথে সবসময় প্রফেশনাল সম্পর্ক বজায় রাখতে হবে।
কলিগ কখনো বন্ধুর মতো হয় আবার কখনো অভিজ্ঞ ব্যক্তিদের মতো সকল পরিস্থিতিতে নিজের মনোবলকে শক্ত করার মতো একজন হয়। তাই সেই কলিগদের নিয়েই আজ কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের উপকার হবে।
কলিগ নিয়ে উক্তি :
১.নেতৃত্ব কোনো টাইটেল কিংবা পদ নয়
তাই কলিগ কখনো বন্ধুর মতো আস্থাবাজন হয়।
২.নতুন আঙ্গিকে নতুন ভাবনায় নতুন এক পরিবেশে
মানিয়ে নিতে হয় কলিগদের যারা থাকে চারপাশে।
৩.দিনের সবটুকু কাটাই সেই প্রিয় কলিগদের সাথে
সকাল থেকে সন্ধ্যা অবধি অবশেষে।
৪.মমতার অচির বাঁধনে জড়িয়ে রই সকলে বাস্তবিক
ভালোবাসি শুধুই ভালোবাসি প্রীতিময় হে প্রিয় কলিগ।
৫.আপনার সুন্দর আচরণই আপনাদের কলিগদের সাথে আপনার ভালো সম্পর্ক ফুটিয়ে তুলে।
৬.কলিগ কখনো শুধু সহকর্মী হয় না
মাঝে মাঝে আপন ভাই ও হয়ে উঠে।
৭.বন্ধুহীন জীবন যেমন অসম্পূর্ণ
ঠিক তেমনি ভালো কলিগ ছাড়া অফিস অসম্পূর্ণ।
৮.একজন কলিগ কর্মজীবনে সকল দিক নির্দেশনার স্থান।
৯.কলিগদের সাথে ভালো সম্পর্ক
অফিসে সুস্থ কর্প পরিবেশ তৈরির মূল চালিকাশক্তি।
১০. কলিগদের সাথে সুসম্পর্কের হাত আপনার কর্মজীবনের পরিবেশকে সু সঙ্গত করে।
ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন