আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধু গন আজ কে একটি ছোট টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।বর্তমান সময়ে কলরেটের নিয়ম মাফিক বৃদ্ধিটা যেন গতানুগতিক ধারা কে হার মানায়।এ যেন কল পরাধীন এক দেশে বাস করছি আমরা।তাই এই সমস্যা সমাধানে একটি অ্যাপের অসামান্য অবদান আমি কিছুতেই ভুলতে পারব না।যার মাধ্যমে কল করতে পারবেন আপনি ও।এই অ্যাপের বিশেষ সুবিধা হল যারা অফলাইন অর্থাৎ লোকাল অপারেটর তাদের ক্ষেত্রে শুধুমাত্র কল করতে টাকার প্রয়োজন হবে।এছাড়া অ্যাপ টু অ্যাপ একদম ফ্রি।বিঃদ্র(এই অ্যাপ ব্যবহারকারীর নাম্বার সহ সকল পরিচয় গোপন রাখা হয় এবং আলাদা নাম্বার প্রদান করা হয় তাই দয়া করে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে কতৃপক্ষ দায়ী নয়) এরজন্য আপনাকে শুধুমাত্র অ্যাপ টি ডাউনলোড করে কয়েক টি প্রক্রিয়া সম্পন্ন করে ইচ্ছা মত কল করুন যত খুশি।এই কল করতে অ্যাপ ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ আবশ্যক।অ্যাপ টি ডাউনলোড করে ওপেন করবেন।এরপর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার দিবেন।ভেরিফিকেশন কোড আসবে সেটা দিবেন।ব্যস হয়ে গেল।আজ এই পর্যন্ত।এরপর আউটগোয়িং কল করার জন্য প্রোফাইল টি জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করে নিবেন।আর লোড করার জন্য বিকাশ তো আছেই।এখান থেকে ৷ ক এখন কথা হবে নিশ্চিন্তে।প্লে স্টোরে গিয়ে বিকাশ অপশনে গিয়ে বিকাশ পেমেন্ট সিলেক্ট করুন।আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিন।একটি ভেরিফিকেশন কোড আসবে। পরের খালি বক্সে বিকাশ ভেরিফিকেশন কোড দিন।আগেই অ্যামাউন্ট সিলেক্ট করা থাকবে।এরপর পিন দিন।আপনি সর্বনিম্ন ২০ টাকা দিবেন।এর কম হলে ৩ টাকা কেটে নিবে।সব শেষে কনফার্ম করে দিন হয়ে গেল লোড।এখন মনের সুখে কথা বলুন প্রতি মিনিট মাত্র ৩০ পয়সা।(brriliant connect)লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন কাংখিত অ্যাপটি।কোন রেফারেল লিংক লাগবে না।এটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য পোস্ট করা হল।ভালো লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।
জিমেইল একাউন্ট সহজে খোলার বেস্ট ট্রিক্স এন্ড টিপ্স।
আসসালামু আলাইকুম।তো কেমন আছেন আপনারা?আশাকরি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রতিদিন আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ...