আমাদের কানের ভিতরে নানারকম অজান্তেই পিঁপড়ে ঢুকে পড়ে তবে আমাদের কানের ভিতর পিঁপড়ে ঢুকে যখন আমরা ঘুমিয়ে থাকি অথবা কিছুতেই কাত হয়ে শুয়ে থাকি এই সময়ে বেশিরভাগ পিপড়ে ঢুকে থাকে বা পোকা ঢুকে থাকে।
তো আমাদের প্রত্যেকের কানেই ছোটকালে হোক বা বড় কালে হোক কোনো না কোনো এক সময় এই পিঁপড়ে ঢুকেছে আমাদের কানের ভিতরে যখন পিঁপড়ে ঢুকে তখন নানা ধরনের অসুবিধা হতে থাকে কোন পিপঁড়া অথবা পোকা ঢুকলে আমাদের কানের ভিতর এক ধরনের ফরফর আওয়াজ হতে থাকে।।
যদি আপনার কানের ভিতর একটা পিঁপড়ে অথবা কোন পোকা ঢুকেই যায় তখন আপনার কোন কাজ করতে মন লাগে না খুব অসস্থি।।
হতেই থাকে তো কিভাবে আপনার এই কানের পোকা অথবা পিপড়া বের করবেন সেই উপায় টা আমি আপনাদের আজ বলে দিব।
যদি আপনার কোন এক কানে পিপড়া ঢোকে তাহলে আপনি নাক-মুখ চেপে দমটা বন্ধ রাখবেন আর অন্য কান্ড আপনি চেপে ধরে রাখবেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবেন ।।
এভাবে অল্প একটু সময় করবেন দেখা যাবে যে পিঁপড়ে টা হয়তো কান থেকে বের হয়ে যাবে যদি না হয় তাহলে আপনি একটি কটনবার নিবেন সেই কটনবারের সরিষার তেল একটু বেশি করে লাগিয়ে নিয়ে কানের ভিতর দিবে আর একটু ঘোরাঘুরি করবেন তাহলে দেখবেন পিপড়াটা বের হয়ে আছে তার সাথে ।
তবে এখানে একটা সাবধানতার এসি যখন আপনি কটনবার্ড টেলিভিশনে তখন একটু সাবধানে প্রবেশ করাবেন হয়তো ওটা ভিতর থেকে যেতে পারে।।
তাছাড়া কানের ভিতর কখনো শক্ত কাঠি দিয়ে ঘাটাঘাটি করবেন না পিঁপড়ে বের করার জন্য কারণ এতে আপনার কানের ক্ষতি হতে পারে যদি কোন উপায় পিঁপড়ে বের করতে না পারেন তাহলে প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হোন
তো আশা করি আপনাদের পোস্টে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভাল লাগলে কমেন্ট করতে যেন ভুলবেন না।।
ধন্যবাদ সবাইকে।।