আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আজ পাঁচটা নতুন কবিতা শেয়ার করব আশা করি ভালো লাগবে
১ম কবিতা
কবিতাঃ- অভিশাপ
যে পিতার কাঁধ, বইছে অবাধ,
পুত্রের লাশ। যে মায়ের চোখ, সমুদ্র শোক,
কন্যার শ্বাস।
সে বাবার বুক, মৃত্যু অসুখ,
বেদনার বিষে,
সে মায়ের কোল শূন্য আঁচল, ভরে
যাবে কীসে? জানে না কি খুনী, ঘৃণা কতখানি
রক্তের স্বাদে, কতখানি শ্বাস, বইছে বাতাস,
অভিশাপ বাদে!
কতটুকু আর এ ব্যথার ভার সইবে
আকাশ
কতটুকু ঘৃণা সইতে পারে না,
জানবে বাতাস!
তারপরও যদি রক্তের নদী লাশে
ভাসে ভাসুক
মানুষের মন যরেছে যখন,
দিকে-দিকে মধ্য আসুক! •
২য় কবিতা
কবিতাঃ- মমতাময়ী মা
তুমি আমার চোখের মণি,
তুমি চোখের আলো।
চোখ দিয়ে তাই দেখতে মাগো
লাগে তোমায় ভালো।
তুমি ছাড়া এই দুনিয়ায়
আমি বড় একা,
তোমার জন্যই সম্ভব হয়েছে এই
পৃথিবী দেখা।
৩য় কবিতা
কবিতাঃ- বসন্ত
হে বসন্ত!
ফুল ফোটাবে তুমি,
সুগন্ধ ছড়াবে তুমি, সে গন্ধে মাতোয়ারা হবে মন,
আর খুশিতে মেতে উঠবো আমি।
হে বসন্ত !
ঋতুর রাজা তুমি,
সুরের রাজা তুমি,
কোকিলের মধুর কণ্ঠে –
আমার মন ভরাবে তুমি।
ঈদ কাটাবো বাড়িতে
ঈদ কাটবে কত খুশি কত আনন্দে,
অপেক্ষায় থাকা মানুষগুলো বাড়ি ফিরবে সানন্দে। কত কষ্ট, কত গ্লানি বাড়ি ফিরতে পারলে যেন সব দুঃখ কাটে। বাসে-ট্রেনে-লঞ্চে-ছাদে কোথাও নেই কোনো স্থান যত দ্রুত পারা যায় এ শহর হতে করতে হবে প্রস্থান। কত স্মৃতি মনে জাগে বাড়ির বামে-ডানে,
রয়েছে পথে-ঘাটে
ফিরতেই হবে, ফিরতেই হবে অদৃশ্য নাড়ির টানে।
মা
মা আমার চোখের মণি,
আমার ভালোবাসা।
আমায় নিয়ে মা করে,
অনেক-অনেক আশা।
পড়ার সময় পড়তে হবে,
খেলার সময় খেলা।
দুষ্টুমিতে নেই তো জুড়ি,
তাই তো মা দেয় বকা।
মা-র কথা মেনে
আমি অনেক বড় হবো।
তবুও আমি মায়ের কাছে,
ছোট্ট সোনাই রবো।
আশা করি সবার ভালো লাগবে,
আর ভালো লাগলে শেয়ার করুন