কিভাবে পাবেন সুখের সন্ধান?
সুখের সন্ধান? সুখ কিছু ধরাছোঁয়ার মধ্যে থাকে, নাকি উপলব্ধির বিষয়?
সুখ নিয়ে এমন অনেক কৌতুহল অনেকের মাঝেই থাকতে পারে। কারণ, একটু সুখের জন্যই মানুষের এত ছুটে চলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে পেয়ে সংসারের চাহিদা মেটানােতে যেমন সুখ থাকে, আবার প্রেমিকার কোলে মাথা রেখে দুচোখে পৃথিবীকে রঙিন আলােয় সাজানােতেও থাকে অপার সুখ।
সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কারও কাছে অর্থ বিত্ত সুখের মূল। কারও কাছে মানুষের ভালোবাসা পাওয়া ও মানুষ ভালােবেসে যাওয়াতেই সুখ। কেউ আবার পরােপকারে সুখ অনুভব করেন। কেউ হয়তাে নিজের মতাে করেই সুখের খোঁজ করেন। কিন্তু জীবনে সুখ পাওয়ার জন্য অর্থাৎ সুখী হওয়ার জন্য কিছু বিষয় মাথায় রাখা দরকার।
এরকমই কিছু টিপস পাঠকের জন্য তুলে ধরা হলাে হলাে-
* মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করুন। একঘেয়েমি দূর করতে নতুন নতুন অভিজ্ঞতার মুখােমুখি হােন। তাতেও সুখ অনুভব হবে।
* যে মানুষ নিজেকে ভালােবাসে না সে অপরকেও ভালােবাসতে পারে না। তাই সুখী হতে নিজেকে ভালােবাসতে শিখুন। তাতে করে অপরকেও ভালােবাসতে পারবেন। আর বুঝতে পারবেন সুখ কী?
* ক্ষমার চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। | যেকোনও ঘটনায় যদি আপনি পীড়া বােধ করেন, যদি কষ্টও পেয়ে থাকেন তারপরও দোষী ব্যক্তিকে ক্ষমা করে দিন। ক্ষমাশীলতা মনে শান্তি আনে।
* মানুষের ওপর বিশ্বাস হারালে মনে অশান্তির জন্ম হয়। তাই সবসময় আশাবাদী থাকুন, ইতিবাচক থাকুন। কাছের মানুষের ওপর বিশ্বাস ও আস্থা রাখুন। পারস্পরিক বিশ্বাস জীবনে সুখ এনে দিতে পারে।জন্ম হয়। তাই সবসময় আশাবাদী থাকুন, ইতিবাচক থাকুন। কাছের মানুষের ওপর বিশ্বাস ও আস্থা রাখুন। পারস্পরিক বিশ্বাস জীবনে সুখ এনে দিতে পারে।
* সবসময় পাওয়া না-পাওয়া নিয়ে কৃতজ্ঞতাবােধ রাখুন। নিজের মধ্যে অস্থিরতা যেন তৈরি না হয়। অন্যের দ্বারা উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করবেন না। তাতে মনে সুখলাভ হবে। মনে রাখবেন- দুঃখের উপলব্ধিই জীবনে প্রকৃত সুখের সন্ধান দেয়।