সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুকের সাথে ইউটিউব চ্যানেলের লিংক কানেক্ট করবেন।এটি খুব সহজ একটি কাজ।।ত আর কথা না বাড়ায় কাজে চলে যায়।
প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করুন। লগ ইন করার পর আপনি আপনার প্রোফাইল এ চলে যান,তারপর নিচের দিকে চলে যান। দেখেন একটু নিচে আসলে দেখতে পারবেন ইডিট পাবলিক ডিটেলস লিখা আছে। তারপর ইডীট পাবলিক ডিটেলস এ ক্লিক করুন। তারপর সেখানে গিয়ে আবার নিচের দিকে চলে যান।নিচের দিকে গেলে দেখতে পাবেন লিংক লিখা আছে ।লিংকের পাশে দেখেন এডিট লিখা আছে।এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর আপনার অইখানে দেখেন অপশন আসবে সোশ্যাল লিংক,দেখেন অইখানে দেয়া আছে ইনস্ট্রাগ্রাম।তারপর আপনি অইখানে ক্লিক করুন দেখুন এখন অনেকগুলো অপশন আছে এখন অইখান থেকে ইউটিউব সিলেক্ট করুন।তারপাশের ঘরে আপনার ইউটিঊবের নাম লিখুন।যদি আপনার একাদিক চ্যানেল থাকে তাহলে নিচেই দেখতে পাবেন এ্যাড সোশ্যাল লিংক অইখানে ক্লিক করে আগের মতই আরো অনেক ইউটিউব চ্যানেল এ্যাড করতে পারবেন।তার নিচে দেখেন লিখা আছে ওয়েবসাইট ।অইখানেও এ্যাড ওয়েবসাইট অপশন আছে ।ক্লিক করে নিজের ইউটিউব চ্যানেল লিংকটি দিয়ে দাও।তাছাড়া যদি আপনার আরো কোন ওয়েব সাইট থাকে তাহলে এ্যাড ওয়েব সাইট এর মাধ্যমে আরো এ্যাড করতে পারবেন।এ্যাড করা শেষ হলে ব্যাক এ চলে যাও আর প্রোফাইলে দেখ তোমার ইউটিউব নাম + লিংক দেখাচ্ছে।এখন চাইলে যে কেউ তোমার ইউটিব চ্যানেলে ডুকতে পারবে আপনার ফেসবুক অ্যাাকাউন্ট থেকে।
যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমার ইউটিউবে দেখে নিবেন। আমার ইউটিবের চ্যানেলের নাম syntechnology.
সবাইকে অসংখ্য ধন্যবাদ ।