আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! কিভাবে যেকোনো কয়েন সেল করবেন ও এক্সচেঞ্জ করবেন। বিটকয়েন থেকে বিকাশ পেমেন্ট নিন।
আজকে আমি আপনাদের সাথে অনলাইন থেকে যারা ইনকাম করেন তাদের জন্য কিছু টিপস শেয়ার করব । বর্তমান সময় অনলাইন থেকে বাংলাদেশে কিংবা দেশের বাহিরের বিভিন্ন সাইট থেকে ইনকাম করা যায়। তবে বাংলাদেশি সাইট গুলো অনেক সময় ফেক হয়। তাদের মূল উদ্দেশ্য থাকে তাদের ব্যবহারকারীদের ধোকা দেওয়া। অনেকগুলো রিয়েল সাইট রয়েছে তবে সেগুলোতে ইনকাম একদম কম। তবে বাংলাদেশি রিয়াল সাইটের সংখ্যা খুব বেশি নয়।
অনলাইন থেকে যারা ইনকাম করে তাদের প্রায় 90 শতাংশ লোক দেশের বাহিরের সাইট থেকে ইনকাম করে। সে ক্ষেত্রে দেখা যায় পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার ফেস করতে হয়। বিশেষ করে যে পেমেন্ট গুলো দেয় প্রায় বেশিরভাগ কয়েন আমাদেরকে বিভিন্ন টোকেন দেওয়া হয়। যেটোকেন গুলো সেল করার মাধ্যমে আমাদেরকে বিকাশে পেমেন্ট নিতে হয়।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা নিজে থেকে কিভাবে যে কোন টোকেন এক্সচেঞ্জ করতে পারবেন। কিভাবে সেটাকে এক্সচেঞ্জ করতে পারবেন। এটা মূলত খুব কঠিন কোনো বিষয় নয়। তারপরও বিষয়টা সম্বন্ধে খুব বেশি মানুষের ধারণা নেই। অনলাইনে যে টোকেন গুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলো বিভক্তি রয়েছে। যেমন কিছু টোকেন আছে যেগুলো প্রথম সারির টোকেন।
কিছু আছে যেগুলো খুব আন পপুলসর টোকেন। আন পপুলসর বলতে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যেগুলো সচরাচর আমরা সেল করতে পারি না। কিংবা বিক্রি করতে পারি না। তখন আমাদের কি করতে হয় যেকোনো এক্সচেঞ্জ সাইট থেকে সেই টোকেন গুলোকে প্রথম সারির টোকেনে কনভার্ট করতে হয়। যদিও এতে আমাদের টোকেন এর ভেলু রয়েছে তার থেকে আমরা কম প্রফিট পাই। তবে আমাদের যেহেতু এটা সেল দিতে হবে তাহলে মাস্ট বি আমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে।
অনলাইনে হাজার হাজার টোকেন রয়েছে। তবে কোনটা কোন এক্সচেঞ্জ সাইট থেকে কিভাবে আপনি এক্সচেঞ্জ করবে সেটা জানতে পারবেন না। যদি আপনার প্রপার কোন আইডিয়া না থাকে। তো প্রথমে আপনাদের বুঝাবো যে আসলেই কাজটা কিভাবে করতে পারেন। এর জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব তার নাম coinmarketcap।
আপনারা যদি এই সাইট যান সাইটে যাওয়ার পর উপরেরটা সার্চ বাটন দেখতে পাবেন। সেখানে আপনি যেই আন পপুলার টোকেন এক্সচেঞ্জ করতে চান সেই টোকেনের নাম লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন একটু নিচে যাবেন নিচে গেলে আপনি টোকেনের যত ইনফর্মেশন রয়েছে। সেগুলো দেখতে পাবেন এবং টোকেন এর বর্তমান ভেলু কিরকম সেটা দেখতে পাবেন।
আপনি যদি আরেকটু নিচে যান সেখানে আপনি দেখতে পাবেন। যে মার্কেট নামে একটা অপশন রয়েছে। আপনি যদি মার্কেটে ক্লিক করেন সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে টোকেইন রয়েছে। সেটা কোন কোন মার্কেটে এক্সচেঞ্জ করা যায়। সেখানে বেশ কিছু সাইট কিংবা অ্যাপস এর নাম দেওয়া থাকবে। তার যে কোন একটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি সেখানে দেখতে পাবেন যা আপনার টোকেন কি কি কয়েনে কনভার্ট করতে পারবেন। এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের যারা অনলাইনে বিভিন্ন এয়ার্ড্রপ কিংবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা টিপস হবে। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।