ঈদ কথাটার অর্থ আমরা মুসলমানেরা সবাই জানি। ঈদ মুসলমানদের আনন্দ পালনের দিন। আমরা প্রতি বছর দুটো ঈদ পালন করি। একটা ঈদুল ফিতর, যেটা আসে বহু প্রতিক্ষার পর। দীর্ঘ ১ মাস সিয়াম পালনের পার আসে ঈদুল ফিতর। আর তার ঠিক ২ মাস ১০ দিন পর আসে ঈদুল আঝাহা মানে কোরবানির ঈদ।
এখন আমাদের সিয়াম মানে রোজা পালনের মাস। আর কয়দিন পরেই ইদুল ফিতর। সাধারনত এই ঈদে খুব আনন্দ করি আমরা। কাজের সুত্রে যে যেখানেই থাকুক না কেন আমরা আমাদের নিজেদের ঘরে ফিরে আসি আপনজনদের কাছে ঈদের আনন্দ ভাগ করে নিতে। আপনজনদের বাড়ি যাই, বন্ধুদের সাথে ঘুরতে যাই। সবাই সবার মত আনন্দ করে ঈদ পালন করি।
কিন্তু এবছর কি পারব আমরা সেটা?
না পারবনা। এটা আমরা সবাই বুঝতে পারছি। করোনার থাবা পড়েছে সারা বিশ্বে এবার। আর তাই আমরা ঘর বন্দি। বাইরে বের হলেই করোনা ঘাড়ে চেপে বসবে।
কেমন হবে এবার ঈদ আমাদের?
* আমারা হয়ত বেশিরভাগ মানুষ ঘরে পড়ব ঈদের নামাজ।
* প্রতিবেশিদের সাথে জানালা বা ছাদ থেকে ঈদ মোবারাক বা কুশল বিনিময় করব।
* বেড়াতে না গিয়ে ফোনে বা টিভিতে পছন্দের আইটেম দেখব।
* বন্ধুদের সাথে বা স্বজনদের সাথে ভিডিওতে ঈদ মোবারাক বিনিময় করব।
* যে বাবুর বাবা ঈদে আসতে পারিনি সে ফোনে বাবার জন্য কাঁদবে, কোলে যেতে চাইবে।
*যে স্ত্রীর স্বামী আসেনি বড়িতে সে সন্তানকে সান্তনা দিয়ে লুকিয়ে স্বামীর জন্য কাঁদবে।
* বৃদ্ধ মা-বাবা সবাইকে সান্তনা দিয়ে বাড়িতে না আসা সন্তানের জন্য কাঁদবে আড়ালে।
* বাড়ির বাচ্চারা কাঁদবে জোরে জোরে, বায়না ধরবে কেন নতুন জামা কেনা হয়নি?? কেন ভালো ভালো পছন্দের খাবার হয়নি ঈদে?? সেটা শুনে বাড়ির বড়রা কাঁদবে অঝরে … কি করে বোঝাবে আয় রোজগারের যে পথ বন্ধ।!!
* যে বাবা কর্মস্থলে আটকে আছে সে হত ভাড়া ঘরের দরজা-জানালা বন্ধ করে গলা ছেড়ে কাঁদবে…। বাবুকে কোলে নেওয়ার, জড়িয়ে ধরে আদর না করতে পারার কস্টে হয়ত বুক চেপে ধরে লুটিয়ে পড়বে মেঝেতে।
* স্বামী এমন দিনে তার স্ত্রীর সান্নিধ্য না পাওয়ার কস্টে বুক ফেটে চেপে চেপে কাঁদবে।
* ঈদের দিন হয়ত শুনতে হবে আপনজন বিয়োগের ঘটনা। কিন্তু ঘরে বসে চোখে জল ফেলা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
* অসুস্থ স্বজনকে হয়ত হাসপাতালে নিতে পারবনা। চিকিৎসা না দিতে পেরে কস্টে হাহাকার বয়ে যাবে।
* খাবারের দোকানের সামনে গিয়ে বাবা হয়ত টানা স্বাস ফেলবেন কারন পকেটে টাকা নেই।
* মা হয়তবা অবুঝ সন্তানকে মিথ্যা সান্তনা দেবে।
যেদিকে চোখ দিবেন হয়ত হাহাকার দেখবেন। হয়ত করোনাকে আমরা আটকাতে পারবনা। কিন্তু যেটা পারব সেটা হল…
সাবধানতা অবলম্বন করতে
অসহায়দের সাহায্য করতে।
চলুন আমরা সেটাই করি সবাই মিলে…।