কোন ইমোজি দিয়ে কি বুঝায় ? ইমোজি ব্যবহার করার নিয়ম, জনপ্রিয় ২০ টি ইমোজির নাম এবং ব্যবহার | Most Popular Emoji’s – মেসেঞ্জার অথবা অন্যান্য ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ দ্বারা মেসেজ করার ক্ষেত্রে আপনি নিশ্চই কখনোনা কখনো ইমোজি (Emoji) ব্যবহার করে থাকেন। ইমোজি বিষয়টা বেশ মজার একটি বিষয়।
কোনো ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়েও ইমোজি দেওয়ার মাধ্যমে আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। অর্থাৎ আপনার কি রিয়েকশন বা এক্সপ্রেশন সেটা আপনি প্রকাশ করতে পারবেন। তবে সচরাচর আমরা টেক্সট এর সাথে নিজের এক্সপ্রেশন বুঝাতে ইমোজি ব্যবহার করি। চলুন তবে আজ জনপ্রিয় ২০টি ইমোজি এর সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোন ইমোজি দিয়ে কি বুঝায় ? সবচেয়ে জনপ্রিয় ২০টি ইমোজি ব্যবহার করার নিয়ম
১. হাহা ইমোজি (😂)
এই ইমোজির অর্থ দাড়ায় হাসতে হাসতে চোখের মধ্যে জল এসে পড়া। মূলত যখন কারো সাথে কথোপকথনের ক্ষেত্রে হাসির কোনো বক্তব্য হবে তখন হাসার এক্সপ্রেশন বুঝাতে এই ইমোজি ব্যবহার করতে পারেন।
২. লাভ ইমোজি (❤️)
এই ইমোজির অর্থ ভালোবাসা প্রকাশ। লাভকে ভালোবাসার প্রতীক হিসেবে বুঝানো হয়। তাই ভালোবাসা দায়ক কিছু বুঝানোর ক্ষেত্রে লাভ ইমোজি ব্যবহার করা হয়ে থাকে।
৩. চশমা ইমোজি (😎)
এই ইমোজির অর্থ হচ্ছে চশমা পড়া বা সানগ্লাস ইমোজি। তবে এই ইমোজি ব্যবহার করা হয় আটিটিউড এক্সপ্রেশন , নিজের স্মার্টনেস, চিল, নিজের আত্মবিশ্বাস ইত্যাদি এক্সপ্রেশন বুঝানোর ক্ষেত্রে।
৪. ঘূর্ণি অবস্থায় প্রচুর হাসি (🤣)
এই ইমোজির অর্থ হলো অতিরিক্ত আনন্দ পাওয়া। প্রচুর হাসির কোনো কথায় নিজের অভিব্যক্তি বুঝাতে মূলত এই ইমোজি ব্যবহার করা হয়ে থাকে।
৫. থাম্বস আপ (👍)
এই ইমোজির অর্থ হলো হাতের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে থাম্বস আপ করা। মূলত কারো কথার সাথে একমত, গুড-লাক জানানো, তার কথা আপনার পছন্দ হয়েছে এমন কিছু বুঝানোর ক্ষেত্রে এই ইমোজির ব্যবহার হয়।
৬. বিরক্তি প্রকাশ (😒)
এই ইমোজির অর্থ হচ্ছে অসহ্যকর বা বিরক্তি প্রকাশ। অর্থাৎ যখন অসহ্যকর বা বিরক্তিকর কিছু ঘটে তখন এটির ব্যবহার করা হয়।
৭. কিছু পছন্দ হওয়া (😍)
এই ইমোজির অর্থ হচ্ছে কোনো কিছু ভালো লাগা বা পছন্দ হওয়া। যখন কাউকে বা কারো ছবি দেখে ভালো লাগে, ক্রাশ খাওয়া হয়, পছন্দ হয় তখন সেই অভিব্যক্তি বুঝাতে এই ইমোজির ব্যবহার হয়।
৮. প্রার্থনা জানানো (🙏)
উক্ত ইমোজির অর্থ হচ্ছে প্রার্থনা করা বা হাত জোড় করে নমস্কার জানানো। মূলত প্রার্থনা , নমস্কার, হাত জোড়, ইত্যাদি বুঝাতে এটির ব্যবহার করা হয়।
৯. লজ্জা পাওয়া (🙈)
এই Emoji এর অর্থ হচ্ছে লজ্জা পাওয়া। অর্থাৎ লজ্জা পাওয়া বুঝানোর স্বার্থে এই ইমোজি ব্যবহার করা হয়।
১০. কিস ইমোজি (😘)
ইমোজিটির অর্থ হচ্ছে মুখ দিয়ে লাভ কিস ছুড়ে দেওয়া। কাউকে কিস দেওয়া, আদর দেওয়া বুঝাতে এই ইমোজি ব্যবহার করা হয়।
১১. ভাবার ইমোজি (🤔)
এই ইমোজির মানে হলো অন্যদিকে তাকিয়ে কিছু ভাবা। কোনোকিছু ভাবা বা চিন্তা করার অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে এই ইমোজি ব্যবহার করা হয়।
১২. কান্না ইমোজি (😭)
এই ইমোজির অর্থ হচ্ছে চোখ থেকে জল পড়া। কোনো বিষয়ে কেঁদে ফেলা অভিব্যক্তি বুঝাতে এই ইমোজি দেওয়া হয়।
১৩. ব্যাঙ্গ ইমোজি (🙄)
এই ইমোজিটির মানে হচ্ছে ব্যাঙ্গ করা বা একঘেয়েমি ভাব প্রকাশ করা। কোনো বিষয়ে একমত না হলে, ব্যাঙ্গ বুঝালে, একঘেয়েমি বুঝালে এই ইমোজি ব্যবহার করা হয়।
১৪. প্রচন্ড উত্তেজনা (😆)
এই ইমোজি দ্বারা প্রচুর উত্তেজনা এবং চোখ বন্ধ করে হাসি দেওয়া বুঝায়। অর্থাৎ উত্তেজনার কোনো অভিব্যক্তি প্রকাশে এই ইমোজি দেওয়া হয়।
১৫. হৃদয় ভাঙ্গা হৃদয় (💔)
এই Emoji এর মানে ভগ্ন হৃদয়। ব্রেক আপ, হৃদয় বিধায়ক কিছু বুঝানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
১৬. খুশি হওয়া (😊)
উক্ত ইমোজির অর্থ হচ্ছে খুশি হওয়া। কোনো ব্যাপারে অনেক খুশি হওয়ার অভিব্যক্তি প্রকাশ করার জন্য এটি দেওয়া হয়।
১৭. নক ডেকে ঘুমানো (😴)
এই ইমোজির অর্থ হচ্ছে নাক ডেকে ঘুমানো। অধিক ঘুম যাওয়া বুঝানোর জন্য এই ইমোজির ব্যবহার হয়।
১৮. আলিঙ্গন করা (🤗)
এই ইমোজির অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। কাউকে ভালোবাসা, জড়িয়ে ধরা, খুশি হওয়া বুঝানোর জন্য এটি দেওয়া হয়।
১৯. নিষ্পাপ বুঝানো (😇)
এই ইমোজির অর্থ হচ্ছে নিষ্পাপ বুঝানো। অর্থাৎ নিজেকে নিষ্পাপ, শান্ত, ভদ্র বুঝাতে এটি ব্যবহার করা হয়।
২০. রাগান্বিত (😡)
এই ইমোজির মানে হচ্ছে রাগান্বিত হওয়া। কারোর কোনো কোথায় রাগান্বিত হওয়ার অভিব্যক্তি প্রকাশ করতে এটি দেওয়া হয়।
বন্ধুরা আজকে আপনাদের কোন ইমোজি দিয়ে কি বুঝায় ? সবচেয়ে জনপ্রিয় ২০টি ইমোজি ব্যবহার করার নিয়ম সম্পর্কে বললাম। এর মধ্যে আপনার কোন ইমোজি সবথেকে ভালোলাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও ক্যাপশন পেতে এখানে ক্লিক করো আর গ্রাথোর ফেসবুক পেজে একটি লাইক দাও।