আসসালামু আলাইকুম।তো কেমন আছেন আপনারা? আশাকরি অনেক বেশিই ভালো আছেন।প্রত্যহ আমি নতুন নতুন ব্লগ নিয়ে আলোচনা করে থাকি।ঠিক আজকেও আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অন্যান্য বিষয়ের মতো আজকের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কাজেই সম্পুর্ন ব্লগটি পড়ে দেখবেন আশাকরি।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজ গুগল প্লে ক্রেডিটস কিভাবে ফ্রীতে অর্জন করতে পারি,সে বিষয় নিয়েই আলোচনা করব।আগে বুঝিয়ে দিচ্ছি গুগল প্লে ক্রেডিট কি?আপনি নিশ্চয়ই গুগল প্লে ব্যালেন্স সম্পর্কে অবগত।গুগল প্লে ব্যালেন্স থাকলে আমরা যেকোনো প্রিমিয়াম এপ,গেমের কারেন্সী কিনতে পারি।আর এই গুগল প্লে ক্রেডিট আপনার একাউন্টে আপনি ফ্রিতে বাড়াতে পারবেন।সেরকম একটি ট্রক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।গুগল প্লে গিফট কার্ড রিডিম করেই আমর মূলত প্লে ক্রেডিটস নিই।কাজেই এ প্লে ক্রেডিট এর জন্য টাকা খরচ করে দারাজ থেকে প্লে গিফট কার্ড না নিয়ে।একটি টিক্স ব্যবহার করে ফ্রিতেই পাবো।
ট্রিক্সটি শুরু করবার জন্য আপনাকে সবার আগে।একটি জিমেইল একাউন্ট তৈরী করতে হবে।সম্পুর্ণ নতুন।আর এই একাউন্টটি করতে হবে United States সার্ভারে।তাই আপনাকে গুগল প্লে স্টোর থেকে Turbo VPN নামক এপটি ইন্সটল করতে হবে।এই ভিপিএন ইউজ করে এমেরিকার সারভারে সাথে কানেকট হয়ে নতুন একটি জিমেইল একাউন্ট খুলতে হবে।ভিপিএন কানেকট থাকলে জিমেইল একাউন্ট খোলার সময় Country থাকবে United States। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।যখন ফোন নম্বর দিব,তখন পাশ থেকে BD সিলেকট করে ফোন নম্বর দিয়ে সাইন আপ করতে পারব।আর অবশ্যই জন্মতারিখ,নাম সঠিক দিতে হবে।আমি সংক্ষেপে বলে দিলাম যে কীভাবে একাউন্ট খুলব।বিপিএন কানেক্টেড থেকে পুরো প্রক্রিয়াটি চালাতে হবে।
তারপর নতুন জিমেইল একাউন্ট খোলা হয়ে গেলে প্লে স্টোরে নতুন জিমেইল একাউন্ট দ্বারা সাইন ইন করে নিতে হবে।তারপর প্লে স্টোরে মেনু বাটনে ক্লিক করলে দেখবেন নতুন একটি অপশনে অভুদ্যয় ঘটেছে।আর তা হলো Play Points।এই অপশনটি আমাদের দেশে নাই।অথচ আমেরিকা,কানাডা প্রভৃতি দেশে আছে।১০০ প্লে পয়েন্ট হলে আপনি ১ ডলার প্লে ক্রেডিট নিতে পারবেন।এবং ব্যবহার করতে পারবেন।প্রতি ১ সপ্তাহ পরপর আপনি প্লে পয়েন্ট পাবেন তাদের Recommand করা এপটি ইন্সটল করলে।এক্ষেত্রে প্রতিটি এপের জন্য ৫ পয়েন্ট।এরকম ৩-৫ টি এপ দেয়া থাকে।আপনাকে শুধু সপ্তাহ অন্তর অন্তর গিয়ে প্লে স্টোরে দেখে আসতে হবে।এপটি ইন্সটল করার জন্য ইন্সটল বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার একাউন্টে প্লে পয়েন্ট এড হয়ে যাবে।
তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন।