বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের কে গ্রামের একতা নিয়ে কিছু বলতে চাই।
গ্রাম প্রধানত কৃষিবৃত্তিক মানুষদেরকে নিয়ে গঠিত। গ্রাম হলো জনবসতির একটি একক।
গ্রাম সাধারণত রাজধানী বা বড় শহর থেকে দূরে থাকে। গ্রামে শহরের মত তেমন আধুনিক ও না সুবিধা ও থাকে না।গ্রামের অবকাঠামোটায় মূল পার্থক্য না।সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সামাজিক, অর্থনৈতিক,
সাংস্কৃতিক ও শিক্ষাগত পার্থক্য।তাই আমাদের কোন কোন এলাকায় গ্রামে কেমন পর্যায়ে আছে, কোন কোন ক্ষেত্রে আছে ও শহরের মধ্যে কতটা আছে সবই আগে থেকে চিহ্নিত করতে হবে। আর এই পার্থক্য দূর করার জন্য কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া প্রয়োজন।আর এই পদক্ষেপ বা কর্মসূচি যতটা বাস্তবায়ন হবে গ্রাম ততটা উন্নত হবে।গ্রামকে শহরে পরিণত করতে হলে গ্রামের অর্থনীতি পরিকল্পনার মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে গ্রামীন দারিদ্র্যতা বিমোচন হয়।আর গ্রামের অর্থনীতি মূল চালিকা শক্তি হলো কৃষি। গ্রামের কৃষি অর্থনীতিকে উৎপাদনশীল করে এর সাথে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে গ্রামকে শহরে পরিণত করতে হলে প্রথমে গ্রামের মানুষগুলোকে গ্রামে রাখতে হবে। গ্রামের মানুষ যতক্ষন শহরমুখী হবে ততক্ষণ ঐ গ্রামের অবকাঠামো যাই হোক না কেন ওটা গ্রাম গ্রামই থেকে যাবে।গ্রামকে শহরে পরিণত করতে হলে গ্রামে শহরের সমান আয়ের ও কাজের ব্যবস্থা করতে হবে। আর এটা উৎপাদনশীল ও স্থায়ী কাজের মাধ্যমে করতে হবে। গ্রামের বৈষম্য দূর করতে হলে কেন্দ্রীয়করণ না করে দেশ জুড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গ্রামের মানুষ যদি দক্ষতা ব্যবহারের সুযোগ না পায় তবে তারা শহরে গিয়ে তাদের দক্ষতা দেখাতে চাইবে। আমরা জানি তথ্য প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে আছে। কিন্তু বাস্তবতা হিসেব করলে দেখা যায় শহরে বেশি চড়িয়েছে সেই তুলনায় গ্রাম পিছিয়ে আছে। পড়ালেখা নিশ্চিত করতে এখন প্রায় প্রতিটি গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে, হচ্ছে। কিন্তু শহরের মত ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামে কয়টা আছে?গ্রামের মানুষ ও শহরের মানুষের মধ্যে যাতে কোন ক্ষেত্রে বেদাবেদ মনোভাব সৃষ্টি না হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তথ্যের অবাধ সুবিধা গ্রামে পৌঁছে দিতে হবে। গ্রামের মানুষ যে শহরের থেকে ভিন্ন না সেটা নিশ্চিত করতে হবে। এভাবে গ্রামের মানুষ শহরের সবটুকু সুযোগ ভোগ করতে পারবে।এর মধ্যমে শহর এগোবে,গ্রাম এগোবে, দেশ এগোবে।
আজকের আর লিখছি না।আমি যতটুকু জানি আপনাদের কে জানালাম। ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।