আস্সালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করবো ঘরোয়া পদ্ধতিতে পাতলা চুলকে ঘন ও সুন্দর করার উপায় বন্ধুরা সুন্দর ঘন চুল সবার কাম্য কিন্তু বর্তমানে চুল ঝড়ে পড়ার কারণে অনেকেই এই আশা পুরণ করতে পারে না।
আজকের পোস্ট টি ফলো করলে ইনশাল্লাহ চুল পড়া কমে চুল অনেক ঘন হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আমরা এই সমস্যার কারণ বের করতে পারি। কিছু ঘরোয়া উপায়- ভিটামিন ই : এটি আমাদের চুলে নিউট্রিশনের যোগান দেয়।
এটি হাতের তালু ও আঙ্গুলের দিয়ে ভালো করে মাথার তালু ও চুলে ৫/৬ মিনিট ম্যাসাজ করতে হবে। তারপরে মোটা দাতের চিরুনি দিয়ে আচড়ে নিন। কিছুক্ষণ পর সাধারণ ভাবে শ্যাম্পু করতে পারবেন চুল গজানোর জন্য দিনে ৩ বার ব্যবহার করুন তবে বার বার শ্যাম্পু করবেন না
রসুন: রসুনের রসে প্রচুর পরিমান অ্যালিসিন থাকে যা রক্তে হেমোগ্লোবিনের পরিমান বাড়িয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ৪\৫ কোয়া রসুন ব্লেন্ড করে রস বের করে ও আধা কাপ নারিকেল তেল মিশিয়ে অল্প আচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে মাথার তালুতে ম্যাসাজ করুন ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
পেয়াজ: পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা নতুন চুল গজাতে দারুন উপকারী। এক পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নিন এরপর এটা থেকে চেপে রস বের করুন এই রস মাথার স্কাল্পে হালকা ম্যাসাজ করে লাগান। ২ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন সবচেয়ে ভালো হয় যদি পুরো রাত রেখে পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। বা একটু পেয়াজ কেটে মাথার স্কাল্পে হালকা ম্যাসাজ করুন।
এভাবে সপ্তাহে ৩\৪ দিন করলে ১ মাসের মধ্যে দেখবেন ছোট ছোট নতুন চুল গজাবে। ক্যাস্টর অয়েল: ২ চামচ ক্যাস্টর অয়েল ও ৩ টি ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যেই তেল টা থাকে ঐ টা মিশান এরপর ভালো করে মাথার স্কাল্পে ম্যাসাজ করে সারা রাত রেখে দিবেন পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ দিন করুন খুব তাড়াতাড়ি ফল পাবেন। সপ্তাহে ২ দিনের বেশি ব্যবহার করা যাবে না কারণ এই তেল খুব ঘন তাই ৩ দিন পর পর মাখুন। ১ মাসের মধ্যেই মাথায় নতুন চুল চোখে পড়বে।
আলু, ডিম ও মধু: ২ টি আলু ব্লেন্ড করে নিন এবার রস বের করে নিন এই রসের সাথে ১ চামচ মধু ও ১ টি ডিমের কুসুম মিশান অল্প একটু পানি দিন ভালো করে মিশিয়ে নিন এবার মাথার স্কাল্পে ও পুরো চুলে ভালো করে লাগান আধা ঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। অবশ্যই ফলো করে দেখবেন বন্ধুরা