আমরা যারা পড়াশোনা করেছি কিংবা রানিং করতেছি। প্রায় সবারই স্বপ্ন একটা ভালো চাকরি করা এবং সেটা যদি হয় সরকারি চাকরি তাহলে তো আরো ভালো। কিন্তু বসে বসে শুধু স্বপ্ন দেখলে তো হবে না। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। তার জন্য প্রয়োজন চেষ্টা, কঠোর পরিশ্রম ও ধৈর্য। আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক।
১। বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিট্বিউট কোথায়?
উত্তর: ফরিদপুর
২। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ার নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
উত্তর: আজমিরীগঞ্জ
৩। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
উত্তর: মহানন্দা
৪। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তর: বগুড়া
৫। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
উত্তর: ব্রক্ষ্মপুত্র
৬। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তর: গোয়ালন্দ
৭। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
উত্তর: বুড়িগঙ্গা
৮। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রক্ষ্মপুত্র-যমুনার সাথে নিমোক্ত একটা জায়গায় মেশে-
উত্তর: গোয়লন্দ
৯। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?
উত্তর: ৫,২০০ কি.মি
১০। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: পদ্মায়
১১। ব্রক্ষ্মপুত্র নদ হিমালয়ে কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: কৈলাস
১২। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধি জন্য বাংলাদেশের প্রস্তাব-
উত্তর: নেপালে জলাধার নির্মাণ
১৩। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তর: মেঘনা
১৪। বাংলাদেশের কয়টি নদ আছে?
উত্তর: ৩টি
১৫। বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
উত্তর: মেঘনা
১৬। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?
উত্তর: মেঘনা
১৭। টিপাইমুখ বাধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে কোন নদীতে?
উত্তর: বরাক
১৮। কোন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়?
উত্তর: কর্ণফুলী
১৯। ‘বাকল্যান্দ বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা
২০। ‘এগারিসিন্দুর গ্রাম’-এর নামকরণের কারণ হলো, পূর্বে সেখানে-
উত্তর: এগারটি নদীর সংযোগস্থল ছিল
২১। ‘নদী সিকস্তি’ কারা?
উত্তর: নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ
২২। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: মেঘনা
২৩। মেঘনা নদী ব্রক্ষ্মপুত্রের সাথে মিলিত হয়েছে-
উত্তর: ভৈরব বাজারে
২৪। সুরমা ও কুশিয়ারা এ দ’নদীর মিলিত স্রোতের নাম-
উত্তর: মেঘনা
২৫। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মেঘনা
২৬। বুড়িগঙ্গা নদীটি-
উত্তর: ধলেম্বরীর শাখা নদী
২৭। মাতামুহ্হরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে?
উত্তর: লামার মইভার পর্বত
২৮। কোন স্থানে ব্রক্ষ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রক্ষাপত্র নদে বিভক্ত হয়েছে?
উত্তর: দেওয়ানগঞ্জ
২৯। বাংলাদেশে খরস্রোতা নদী কোনটি?
উত্তর: কর্ণফুলী
৩০। নিচের কোন নদীটি মৃত নয়?
উত্তর: হালদা
৩১। পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তর: চাঁদপুর
৩২। গড়াই কোন নদীর শাখানদী?
উত্তর: পদ্মা
৩৩। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
উত্তর: মেঘনা
৩৪। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: যমুনা
৩৫। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম-
উত্তর: তিস্তা
৩৬। বাংলাদেশের কোন নদীর পানি অত্যধিক দূষিত?
উত্তর: কুড়িগঙ্গা
৩৭। কোনটি পদ্মার শাখা নদী?
উত্তর: আড়িয়াল খাঁ
৩৮। কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
উত্তর: পদ্মা
৩৯। বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে-
উত্তর: মেঘনা
৪০। শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে-
উত্তর: ব্রক্ষ্মপুত্র নদ থেকে
৪১। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমান্ত নদীটির নাম কি?
উত্তর: নাফ
৪২। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তর: মিজোরাম
৪৩। গঙ্গাব্রক্ষ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
উত্তর: ৩৩
৪৪। ভারত- বাংলাদেশে যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্যভারত- বাংলাদেশে যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য
উত্তর: দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
৪৫। আরাকান পাহাড় হতে উৎপন্ন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য
উত্তর: সাঙ্গুনদী
৪৬। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
উত্তর: হালদা
৪৭। ভারত- বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
উত্তর: ৫৪টি
৪৮। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি?
উত্তর: হাড়িয়াভাঙা নদী
৪৯। বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের বিদ্যমান রযেছে?
উত্তর: মিয়ানমার
৫০। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৫৬ কিমি
৫১। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
উত্তর: মহানন্দা
৫২। চলন বিল কোথায় অবস্থিত?
উত্তর: পাবনা ও নাটোর জেলায়
৫৩। বাংলাদেশের বৃহত্তম হাওর-
উত্তর: হাকালুকি হাওড়
৫৪। ‘আড়িয়াল বিল’ কোথায় অবস্থিত?
উত্তর: মুন্সীগঞ্জে
৫৫। ভবদহ বিল অবস্থিত-
উত্তর: যশোর
৫৬। হাকালুকি হাওর কোন জেলার অংশ?
উত্তর: সিলেট
৫৭। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত ‘মাধবকুন্ড’ কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার
৫৮। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে-
উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদের নাম
৫৯। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকুল সমুদ্র সৈকত-
উত্তর: পটুয়াখালীর কুয়াকাটা
৬০। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
উত্তর: চট্রগ্রাম
৬১। প্রাচীন বাংলায় সমতঠ বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো?
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী
৬২। উপকুল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল
৬৩। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
উত্তর: কক্সবাজার
৬৪। বিশ্বের দীর্ঘতম ‘কক্সবাজার সমুদ্র সৈকত’ এর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ১২০ km
৬৫। সাগরকন্যা বলা হয় কাকে?
উত্তর: পটুয়াখালী
৬৬। বাংলাদেশের সমুদ্র উপক’লের মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ৭১১ কিলোমিটার
৬৭। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য-
উত্তর: ১৮ কিমি
৬৮। পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তর: দক্ষিণ তালপট্রি
৬৯। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তর: কক্সবাজার
৭০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তর: বরিশাল
৭১। দক্ষিণ তালপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙ্গা
৭২। সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার?
উত্তর: ৮
৭৩। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী
৭৪। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম কি?
উত্তর: পূর্বাশা
৭৫। সেন্টমাটিন দ্বীপ-এর অপর নাম কি?
উত্তর: নারিকেল জিঞ্জিরা
৭৬। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
৭৭। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
৭৮। নিঝুম দ্বীপ কোন নদীর হোমনার অবস্থিত?
উত্তর: মেঘনা
৭৯। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: হাতিয়া
৮০। সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
উত্তর: চুনা পাথর
৮১। দক্ষিণ তালপট্রি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: সাতক্ষীরায়
৮২। পুর চরফ্যাশন কোন জেলায়?
উত্তর: ভোলা
৮৩। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
উত্তর: সামুদ্রিক মাছ শিকারের জন্য
৮৪। বিখ্যাত দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবন
৮৫। মনপুরা দ্বীপ কোন জেলার অবস্থিত?
উত্তর: ভোলা
৮৬। কুতুবদির্য়া কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার
৮৭। নির্মল চর কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী
৮৮। এক্সক্রুসিভ টুরিষ্ট জোন হিসেবে কোন স্থানকে গড়ে তোলা হবে?
উত্তর: কক্সবাজার
৮৯। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
উত্তর: সেন্টমার্টিন
৯০। প্রথম বাংলাদেশী এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেষ্ট শূঙ্গে আরোহণ করেন?
উত্তর: ২০১০
৯১। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: খাগড়াছড়ি
৯২। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকা এলাকা-
উত্তর: ভেঙ্গী ভ্যালি
৯৩। হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
উত্তর: কক্সবাজার
৯৪। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
উত্তর: গারো
৯৫। কেয়াংডাং পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: বান্দরবান
৯৬। ঝৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: সিলেট
৯৭। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
উত্তর: তাজিংডং
৯৮। নিশাত মজুমদার কত তারিখে এভঅরেস্টের চুড়ায় আরোহণ করেন?
উত্তর: ১৯ মে ২০১২
৯৯। বাংলাদেশের প্রথম নারী এভারেষ্ট বিজয়ী কে?
উত্তর: নিশাত মজুমদার
১০০। লালমাই পাহাড় কোন জেলায়?
উত্তর: কুমিল্লা