আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যে যে অবস্থানে আছেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশাই ব্যক্ত করি সবসময়। চোখ আর চুল নিয়ে কবিতা
প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ সৌন্দর্যের পূজারী। গুণাবলী ঢাকা পরে যায় সৌন্দর্যের কাছে। সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে চোখ এবং চুল অনন্য ভূমিকা পালন করে থাকে। তাই যুগ যুগ ধরে কবি সাহিত্যিকরা চোখ এবং চুলের সৌন্দর্যের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে থাকে। চোখ এবং চুল সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে পরিপূর্ণতা প্রকাশ করে থাকে। চুল ও চোখ নিয়ে কবি সাহিত্যিকরা নানান ধরণের কবিতা রচনা করে গেছেন। চলুন জেনে নেওয়া যাক চুল এবং চোখের সৌন্দর্য নিয়ে রচিত কবিতা সম্পর্কে
চুল নিয়ে কবিতা
যখন দেখেছিলাম খোলা চুলে
তোমার প্রতি প্রেমে পড়া হয়তো সে কারণে
তোমার সেই ঘন কালো চুলের ঝলমে রূপ
আমাকে মুগধ করতে বারবার
বিধাতা মায়া দিয়েছেন তোমাকে
কিন্তু তুমি জানো কি?
তোমার ঘন ঝলমলে চুল
আমাকে বার বার নিয়ে যায় তোমার কাছে বারবার
অস্পর্শী এভাবেই ঘন চুলে দেখা দিও আমায়
কথা দিলাম আমি চিরদিন থাকবো তোমার
তোমার ওই কালো খোলা চুলে
ফিরে এসো আবার
কথা দিলাম হারিয়ে যেতে দিব না আমি
কোনদিন তোমার
আবারও আসুক বসন্ত নেমে
তোমার খোলা চুলে
দুজনে হাত ধরে হারিয়ে যাবো
অজানা এক ধারে
আবারও ফিরে আসুক সেই সময়
যেখানে কেশবতির চুলে হারিয়ে যায় রুদ্রাক্ষ
যা এখন অতীত সময়ের বহমান তীরে।
চোখ নিয়ে কবিতা
চোখের মাধ্যমে প্রেম হয় কবিতায় সিনেমায় অনেক শুনেছি
কিন্তু বাস্তবে তা হয়েছে তোমার চোখের সৌন্দর্যে।
হরিণীর মতো চোখ তোমার
দিশেহারা এই মন হারিয়ে যায় সেই চোখে
কাজল কালো চোখ দুটি
মুগধ হয়ে তোমার দেখি
বারবার জানতে চাও আমায়
কেনা আমার চোখ দুটি প্রিয় তোমার
তোমার ওই কাজল কালো চোখে
বার বার আমি হারিয়ে যাবো
শুধু তোমার হয়ে
দিশেহারা এই মন
তোমার চোখে হারিয়ে যাই সারাক্ষন।
আজ এই পর্যন্তই। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ততদিন পর্যন্ত আপনারা সকলে –
ভালো থাকুন
সুস্থ থাকুন