Cheap price backlink from grathor: info@grathor.com

চোট্ট দিঘী ডাক্তার ও অভিনয় দু’স্বপ্ন পূরণ করতে চায়।

পুরো নাম: প্রার্থনা ফারদিন দিঘী।

এক সময়ের সবার প্রিয় চোট্ট দিঘী এখন অনেক বড় হয়ে গেছে। সে ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ারে পড়ে এখন ।

শিশু শিল্পী হিসাবে অনেক জনপ্রিয় ছিল। অনেক ছবিতে তার অভিনয় দেখে সবাই রীতিমত মুগ্ধ হত। তার বাবা মা দুজনই ছিলেন চলচ্চিত্রের মানুষ । তার মা প্রায় ৭বছর আগে মারা গেছেন। মায়ের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে।

দিঘী বলেন, আমি যেহেতু ছোট থেকে অভিনয় করেছি তাই এইটা আমি ছাড়তে পারব না। পড়া লিখা শেষ করে আমি আবার অভিনয় করব।দোয়া করবেব যেন ডাক্তার ও হতে পারি।

সবশেষ কাজ ছিল ২০১২ সালে “ছোট্ট সংসার ” চলচ্চিত্রে শিশু শিল্পী হিসাবে কাজ।দিঘী শিশু শিল্পী হিসাবে ৩বার জাতীয় চলচিত্র পুরস্কার লাভ করেন। যা অনেক গর্বের বিষয়। তার এই সম্মান তাকে কাজে আরো বেশি আগ্রহী করে গড়ে তুলবে। এই জন্য মান সম্মত ছবিতে অভিনয় এর বিকল্প নেই।

এছাড়া সে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছে। তার কথাগুলো এখনো মানুষের মনে আনন্দ দিয়ে থাকে।

দিঘীও চায় শিশু শিল্পী হিসাবে যেভাবে জনপ্রিয় ছিল। এখন নায়িকা হিসাবেও সেভাবে কাজ করে জনপ্রিয় হতে। মানুষ সব সময় তাকে ভালোবাসে। তার জন্য সে নিজেকে তৈরি করছে । আসা করি, আমরা খুব জলদি তাকে নায়িকা হিসাবে বড় পর্দায় দেখব।

 

Related Posts

13 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply