জীবনের গতি কখন কোনদিকে ধাবিত হয় কেউ জানে না। কখন কার সাথে ভাব হবে, কার সাথে আড়ি হবে কেউ সেটা জানে না। অনেক সময় মানুষ জীবনকে যেভাবে সাজাতে চায় সেভাবে হয় না। জীবনের গতি যদি মানুষের ইচ্ছা মত, মনের মত চলতে থাকে তাহলে মানুষ আনন্দিত হয়, সুখি হয়। জীবনের গতি উলটো পথে চললে, চলার পথে বাঁধার সম্মুখীন হলে তখন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই দুর্বিষহ জীবনের সমাধান হলো ধৈর্য। ধৈর্য ধরলে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। নিজ লক্ষ্যে পৌছানো যায়। সময় মানুষকে সুন্দর জীবন উপহার দেয়।
জীবনের জটিলতা দূর হয়ে যায়। জীবনকে চালিত করে সঠিক দিকে। জীবনের গতি বদলে দেয়। অনেক সময় কর্মক্ষেত্রে ভালো হলে, জীবনে সফল হলে পরিবারের লোকেরা সম্মান দেয়, মূল্যায়ন করে। আবার জীবনে ব্যর্থ হলে আপন জনেরা মূল্যায়ন করে না। বরং সেই মানুষটিকে অবহেলা করে। তার পাশে কেউ থাকতে চায় না। সবাই তার কাছ থেকে দূরে চলে যায়। বিপদে-আপদে সাহায্য করতে চায় না। তখন মানুষটি একা হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা ভাল হলে পরিবারের সবাই তার কাছ থেকে সুবিধা ভোগ করে। জীবনে প্রতিষ্ঠিত হয়।
যার কাছ থেকে সুবিধা ভোগ করে পরে সে ক্ষতিগ্রস্থ হলে পরিবারের লোকেরা বা অন্যরা যারা সুবিধা নিয়েছিল সে কথা ভুলে গিয়ে সার্থপরের মত আচরণ করে। আমাদের চারপাশে এরকম লোকের সংখ্যা অনেক। আবার অনেকেই আছে যারা নিসার্থভাবে অন্যের উপকার করে থাকে বিনিময় কিছুই আশা করে না। আসলে অন্যের ক্ষতি করলে অনেক সময় নিজের যেমন ক্ষতি হয় তেমনি অন্যকে উপকার করলে সৃষ্টিকর্তা ঠিক তাকে পুরস্কৃত করে।
প্রতিটি মানুষ অনেক পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে জীবনে সফল হয়। এই সফলতা অনেকে আবার ধরে রাখতে পারে না। তাই প্রতিটি মানুষের সফলতা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, সচেতন থাকতে হবে। জীবনের প্রতিটি ধাপে অনেক কষ্ট করে মানুষকে সফলতার চূড়ায় পৌছাতে হয়। নিজের বোকামি বা ভুলের কারণে সেই সফলতা যেন ব্যর্থতায় পরিণত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। জীবনে কষ্ট করে সফলতার পর যদি কেউ জীবনে ব্যর্থ হয় বা সফলতা ধরে রাখতে না পারে তাহলে তার জীবন হয়ে ওঠে খুবই যন্ত্রণাদায়ক।
ব্যর্থতা অনেক সময় জীবনকে দুশ্চিন্তাগ্রস্থ, হতাশাগ্রস্থ করে তোলে। অনেক সময় সংসার জীবনে নেমে আসে অভাব। ফলে মানুষটি মানসিক শক্তি হারিয়ে ফেলে। জীবনে জয়ী হওয়ার জন্য মানসিক শক্তি বিশেষ প্রয়োজন। ব্যর্থ মানুষের জীবনের হাতিয়ার হলো মানসিক শক্তি, মনের শক্তি থাকলে মানুষ বার বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ে না। ফলে চেষ্টা চালাতে চালাতে একসময় সে আবার জীবনে জয়ী হয়।
দেখতে পারে সাফল্যের মুখ। তাই বন্ধুরা সফলতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করুন। ব্যর্থ হলেও হতাশ হয়ে পড়বেন না। চেষ্টা চালাতে চালাতে একসময় অবশ্যই আপনি জীবনে জয়ী হবেন। হবেন একজন সফল মানুষ। আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। কারো জীবনে সফলতা আগে আসে আর কারো জীবনে সফলতা আসে পরে।