আমাদের জীবনে শিক্ষার আভাব নেই। জীবনে পথ চলতে অনেক কিছু শুখতে হয়।
একটি গরিব লোকের বেশ কয়েক টা মুরগী ছিল,আর সে মুরগিরডিম বিক্রি করে তার সংসার চলছিল,সে মুরগি গুলোকে একটি খাঁচার মতো জায়গাতে রেখেছিল,কিন্তু একটা শেয়াল একদিন রাতে তার খাঁচা থেকে একটি মুরগী নিয়ে চলে যায় এবং তার বন্ধুদের সাথে জময়ে পার্টি করে,তার বন্ধুরা বলে বেশ ভালোই লাগলো খেতে,এবার একটা বড় দেখে মুরগী আনিও,,তারপরের রাতে আবারো গেল মুরগী আনতে,নিয়ে এসে তার বন্ধুদের সাথে খেল।।কিন্তু সেই লোক সকাল বেলা মুরগী গুনতে গিয়ে দেখে তার দুইটা মুরগী কম।তো সে ভাবল আজ রাতে ঘুমাবো না।।জেগে থেকে দেখবো কে মুরগি নিয়ে যায়,,তো রাত অনেক হলো এবার সেই শেয়াল আবারো এসেছে মুরগি নিতে তো সেই লোকটি শেয়াল টাকে কিছু বললো না।।।শেয়াল আরেকটি মুরগী নিয়ে চলে গেল।সকাল বেলা লোকটি বাশ দিয়ে নতুন করে একটি খাঁচা তৈরি করল।আর সেই খাঁচার মধ্যে একটি বড় মুরগীকে বেধে রেখে দিল।অন্যন্য দিনের মতো সে শেয়ালটি আবারো আসলো এবং সে নতুন খাঁচা দেখতে পেল।খাচার মধ্যে রাখা মুরগি টাকে আনতে গিয়ে খাচার গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল।।আর সেই লোকটি শেয়ালটির কাছে গেল,গিয়ে বলল শেয়ালকে যে তোকে তো এখন জানে প্রানে মেরে ফেলতে পারি কিন্তু তোকে আমি মারবো না।।তোকে আমি শাস্তি স্বরুপ তিনদিন না খাইয়ে খাচায় বন্দি করে রাখবো।।।এ অবস্থায় শেয়ালকে তার বন্ধুরা দেখে চলে গেল।তাকে কেউ সাহায্য করলো না।।তিনদিন পর লোকটি শেয়ালটিকে ছেড়ে দিল আর বললো যে তুমি আমার খাচা থেকে মুরগি নিয়ে গিয়ে তোমার বন্ধুদের কে খাওয়ালে কিন্তু তোমার বিপদে ওরা কেউ তোমাকে সাহায্য করলো না।শেয়াল্টি তার ভুল বুঝতে পেরে লোকটিকে বলল যে আমি আর কোনদিন আপনার খাঁচা থেকে মুরগী নিতে আসব না।।।শেয়ালটি বনে চলে গিয়ে তার বন্ধুদের কে বলল যে আমার বিপদে তোমরা কেউ আমাকে সাহায্য করলে না তোমরা আমার ভালো বন্ধু না।।।বলে শেয়ালটি তাদেরকে ছেড়ে অন্য যায়গাই চলে জায়।।এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি,যে যখন আমাদের কাছে টাকা আছে পয়সা আছে,তখন আমাদের পাসে বন্ধুর অভাব হয়না।কিন্তু আমাদের কোন বিপদ হলে সেই বন্ধুরা আর পাসে থাকে না।।তাই জীবনে চলাফেরার পথে একটু হলেও খেয়াল করে,চলা উচিত।
বর্তমানে প্রেতেটি মানুষ টাকার কাছে বিক্রায় হয়ে গেছে।টাকা থাকলে জীবনে সব কিছু থাকবে এটা বুঝিয়ে উপরের গল্পটা লিখেছি।