Cheap price backlink from grathor: info@grathor.com

জীবন কাহিনী

আজ আমি আমার সম্পর্কে

আমার বাড়ি

কুড়িগ্রামে

গ্ৰাম: পান্ডুল

আমার পিতা , বেকার অসুস্থ

মাতা, কাজ করে সংসার চালায়

আর আমি ভাই বোন এর মধ্যে বড়

আমার জম্ম হয় , ২০০০ সালে

সবার মুখে শুনেছি আমি নাকি খুব ভালো । ভদ্র ,শুনে খুব খুশি হতাম, কিন্তু আমার কপাল এতটা খারাপ যে যেকোনো কাজে গে সেই কাজে ব্যর্থ হয়ে যাই । এক কথায় যেকোনো কাছে গেলে। ফাপ রাস্তায় ফিরে আসা হয় । সামনে আর এগোতে পারি না । বাধ্য হয়ে পিছনে ফিরে আসা লাগে । অতীতের কথা গুলো মনে পড়লে খুব কষ্ট হয়।

মাঝে মধ্যে নিজেকে শেষ করতে ইচ্ছে করে , কিন্তু আত্মহত্যা করা মহা পাপ , তাই বার বার ফিরে আসি

আবার নতুন করে কোনো কাজ এর সন্ধান করি

কাজ পেয়ে যাই অনেক দেরিতে । কিন্তু কাজ থেকে বাদ পড়তে বেশি সময় লাগে না । এ ভাবে আমার দিন চলে যাচ্ছে ,

পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারছি না , এভাবে আর কত দিন থাকবো , মানুষের এত কষ্ট হয় এ সমাজে ,

কখনো কি সুখের দেখা পাবো না

কি এমন দোষ করেছি যে আজ এত কষ্ট সইতে হচ্ছে । আল্লাহ যদি কোন দোষ করে থাকি খমা করে দাও

এত কষ্ট আর সহে না ।

Related Posts

6 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No