জীবন পরিবর্তন নিয়ে উক্তি। প্রযুক্তির কারণে পৃথিবী অনেক কিছু বদলে গেছে আর সাথে সাথে দিন দিন বদলে যাচ্ছে আমাদের জীবন। তবে সময়ের প্রয়োজনে মানুষের জীবন পরিবর্তন করা দরকার। সময় মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। একসময় না একসময় মানুষ নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়। মানুষের আচার-আচরন, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছুই পরিবর্তন হচ্ছে। কারো জীবনের স্বপ্নগুলো উন্নতির দিকে এগোচ্ছে আর কারো জীবন পরিবর্তন হতে হতে স্বপ্নগুলো মরে যাচ্ছে। পৃথিবীর বিখ্যাত দার্শনিকেরা, মানুষের জীবন পরিবর্তন নিয়ে উক্তি করে গেছেন। আজ আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো।
পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। মানুষের স্বপ্নগুলো চাওয়া পাওয়া গুলো সত্যি করার জন্য জীবন পরিবর্তন করে বাঁচার স্বপ্ন দেখে। আসলে মানুষের জীবন পরিবর্তনের সাথে সাথে স্বপ্নগুলো বদলে যেতে থাকে। মানুষের চাহিদা,আশা-আকাঙ্ক্ষা,প্রত্যাশা সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। তবে মানুষ সময়ে অসময়ে নিজেকে পরিবর্তন করে ফেলে, কাউকে সময় পরিবর্তন করে দেয়, আর কেউ জীবনের ব্যক্তিগত পারিপার্শ্বিক কারণে নিজেকে পরিবর্তন করে নেয়। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে পরিবর্তন করা দরকার তা না হলে অনেক তাই পিছিয়ে পড়তে হয়।
আজকের এই পোস্টটি সম্পুর্ন জীবনকে পরিবর্তন করা নিয়ে। জীবনের পথ চলতে অথাৎ উত্থান,পতনের মনীষীদের উক্তিগুলো আপনাকে সাহায্য করবে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে, যা আপনার জীবনকে সফলতা দোরগোড়ায় এগিয়ে নিয়ে যাবে। চলো বন্ধুরা, কয়েকটি জীবন পরিবর্তন নিয়ে উক্তি জেনে নেওয়া যাক।
জীবন পরিবর্তন নিয়ে উক্তি
মানুষ হুট করে নিজেকে পরিবর্তন করতে পারে। সকালে ঘুম উঠে নিজেকে পরিবর্তন করা যায়। তবে হঠাৎ করে নিজেকে পরিবর্তন করা উচিত নয়। ইতিবাচকভাবে নিজেকে নিজে পরিবর্তন কারার জন্য একটু দেয়া দরকার। একটু সময় নিয়ে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে আস্তে আস্তে পরিবর্তন করা দরকার। নিজের সাথে বোঝাপড়া করে সময় নিয়ে সামনে এগোলে জীবনের ইতিবাচক দিকগুলো পরিবর্তন করা সম্ভব। পুরনো দিনের বাজে অভ্যাসগুলো মাথা থেকে ঝেড়ে পেলে নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। ছোট ছোট অভ্যাসগুলো জীবনের ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে।
১. গতকাল আমি চালাক ছিলাম তাই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী তাই নিজেকে পরিবর্তন করছি। – রুমি
২.পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও, আগে নিজের মধ্যে তা নিয়ে আসো। -মহাত্মা গান্ধী
৩. যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না” – মার্টিন লুথার কিং জুনিয়র।
৪.নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে” -বিখ্যাত পর্তুগীজ প্রবাদ।
৫. আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না। – জন উডেন (বাস্কেটবল তারকা)
৬.পুরুষের সবচেয়ে ভালো এবং বোকামীর দিক হলো সে কোনোদিন পরিবর্তন হয় না। —কনফুসিয়াস
৭.নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে সবাই তোমার পুরাতন তুমিটাকে ফিরি পেতে চায়।
— সংগৃহীত
৮.পরিবর্তন ব্যতীত কোনো কিছুই চিরস্থায়ী নয়। – সংগৃহীত
জীবন নিয়ে কিছু কথা
৯.জীবন অবশ্যই পরিবর্তনকে মেনে নিতে হবে তবে তা হতে হবে নিয়ম হিসাবে তোমার জীবনের নিয়ন্ত্রক হিসাবে নয়।— ডেনিস উইটলি
১০.পরিবর্তনই পারে তোমার জন্য সুযোগ বয়ে আনতে, তাই একে আলিংগন করে নাও। — নিডো কুবেইন
১১.জীবনের একমাত্র ধ্রুবক হলো পরিবর্তন যা কখনো পরিবর্তন হয় না। — হেরাক্লিতোস
১২.যখন তুমি সংশয় এর ভিতর থাকো তখন তা পরিবর্তন করে ফেলো।— লিলি লিয়ুং
১৩.পরিবর্তন অবশ্যই অনেক বেদনাদায়ক তবে তার চেয়েও বেশি বেদনাদায়ক এমন কারোর সাথে থাকা যেখানে তুমি কোনদিন ছিলেই না। — ম্যান্ডি হেল
১৪.জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়। — লিও টলস্টয়
১৫.কিছু পরিবর্তন না করলে কিছুই পরিবর্তন হবে না। — টনি রবিনস
১৬.কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করে ফেলো। আর তা না পারলে জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পরিবর্তন করো। — ম্যারি এংগেলবেরিইট
১৭.হৃদয়ের মনোভাবের কিছুটা পরিবর্তন সব কিছুকে পরিবর্তন করে ফেলতে পারে।— টোড স্টকার
১৮.জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও-জর্জ পিরি
১৯.মানুষের আগে নিজেকে জানা উচিত, তারপর পৃথিবী ও সৃষ্টিকর্তাকে জানা আবশ্যক একটা বিষয়”-পিথাগোরাস
২০.“জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”-— সংগৃহীত
জীবনকে পরিবর্তন করার সহজ উপায়
জীবনটা খুব ছোট। ক্ষনিকের এই জীবনের নিজেকে ইতিবাচকভাবে গড়ে তোলার জন্য পরিবর্তন খুব জরুরী। তাই জীবনকে পরিবর্তন করতে হলে ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে জীবনের সার্থকতা খুজে পাওয়া যাবে। আপনারা যারা জীবনকে পরিবর্তন করতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলো জানা দরকার। চলুন তাহলে কয়েকটি জীবনকে পরিবর্তন করার সহজ উপায় জেনে নেওয়া যাক।
১. বই পড়া শুরু করুন। বই আপনার মনে প্রশান্তি যোগাবে,চিন্তা দূর করবে।
২. ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকুন। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।
৩. অজুহাত খৌঁজা বন্ধ করুন। নিজের দায়িত্ব নিজে পালন করতে চেষ্টা করুন।
৪. হতাশা,ব্যর্থতা নিয়ে বাঁচতে শিখুন। মনে রাখবেন,ব্যর্থতা থেকে সফলতা আসে।
৫. নিজেকে কারো সাথে তুলনা করবেন না। নিজেকে নিজেই গুরুত্ব দিন।
৬. প্রশ্ন করতে শিখুন। কোন কিছু অযৌক্তিকভাবে মেনে নেবেন না।
৭. মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে চেষ্টা করুন। ক্ষমা করতে শেখো।
৮. মানুষের কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করবেন না। তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে খুশি থাকুন।
৯. নিজে ভুল করলে ভুলকে মেনে নিন। কখনো নিজের ভুলের জন্য অন্যকে দায় চাপাবেন না।
১০. না বলতে শিখুন। জীবন পরিবর্তনের জন্য না বলা খুবই জরুরি।
১১. কারো সাথে অতিরিক্ত ভাব দেখাবেন না। একজন সাধারণ মানুষ হওয়ার চেষ্টা করুন।
১২. ফুটপাতে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন স্বাস্থ্যকর খাবার খান, মানসিক ভালো থাকে এমন খাবার খান।
১৩. হাসিমুখে কথা বলতে শিখুন। হাসি জীবনের জন্য অতি জরুরী।
১৪. উচ্চাভিলাসী জীবনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে শিখুন।
১৫. ধৈর্যশীল হোন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া বন্ধ করুন।
১৬. প্রতিদিন সকালে ৩০ মিনিট হাঁটুন।
১৭. মিথ্যা কথা বলবেন না। সত্য কথা বলতে শিখুন।
১৮. সপ্তাহে একদিন কোথাও ঘুরতে যান। নিজেকে সময় দেয়া জরুরি।
১৯. বিনয়ী হোন। সবার সাথে ভালো ব্যবহার করুন।
২০. মিতব্যয়ী হোন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন।
২১. ভোরে ঘুম থেকে উঠুন। নিয়মিত ব্যায়াম করুন
২২.একটি রুটিন তৈরি করুন। প্রতিদিনের কাজগুলো লিপিবদ্ধ করে রাখুন।
২৩. অসৎ মানুষের সঙ্গ ত্যাগ করুন। মনে রাখবেন,সৎ সঙ্গে সর্গবাস,অসৎসঙ্গে সর্বনাশ।
২৪. সময়ের সঠিক ব্যবহার করুন,সময় সবচাইতে দামি জিনিস
২৫.ধর্মীয় নীতি মেনে চলার চেষ্টা করুন, এতে আপনার মানসিক প্রশান্তি আসবে।
প্রতিদিন এই অভ্যাসগুলো আস্তে আস্তে গড়ে তুলতে হবে। প্রতিদিন চারপাশ থেকে শিখুন। নিজের ভুল থেকে শিক্ষা নিন। সবার সাথে হাসিমুখে মেলামেশা করুন। পোষা প্রাণীদের ভালোবাসুন দেখবেন জীবনটা কতই সুন্দর। আশা করি জীবন পরিবর্তন নিয়ে উক্তিগুলো আপনার অনেক কাছে আসবে। আজকে এই পর্যন্ত। যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।