স্বাস্থ্য অধদপ্তর বলছে গত 24 ঘণ্টায় নটুন করোনা রুগী সনাক্ত হয়েছে ২৬৩৫ জন , এবং নতুন মৃত্যু ৩৫ জন। এই নিয়ে বাংলাদেশের মোট করোনা রুগী ৬৩ হাজার ছাড়ালো এবং মোট মৃত্যু ৮৫৬ জন। দেশের মৃত্যু আর আক্রান্তের হার ক্রমেই বেড়ে চলছে। আবার আর এক দিক দিয়ে বন্ধ করে দেওয়া হযেছে চলমান লক ডাউন। যেখানে লক ডাউন এ আক্রান্ত এর হার এবং মৃত্যুর হার এত বেশি সেখানে লক ডাউন তুলে দেওয়া অবস্থায় দেশের পরিস্থিতি যে ঠিক কেমন হবে সেটাই আজ ভাবার বিষয়..। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্রমশ মানুষ কে সামাজিক দুরত্ব ও নিরাপদে চলাচলের নির্দেশ দিচ্ছিল ..। কিন্তু মানছেই বা কত জন?
আসলে নিজেদের নিরাপত্তা এখন নিজেদের কাছে। আপনি হয় তো দেশের কাছে একটা সংখ্যা মাত্র কিন্তু আপনার পরিবারের কাছে আপনি সারা পৃথিবী ।
তাই নিজে সুরক্ষিত থাকুন অন্য দের সুরক্ষিত রাখু ন
এখন এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত স্বাস্থ্য অধিদপ্তর এত সব নির্দেশনা গুলো মেনে চলা
করোনা কে হারাতে আমাদের সবাইকে কিছু নিয়ন কানুন মানতে হবে যেমন
১ সাবান পানি দিয়ে হাত ধুতে হবে যত বেশি সম্ভব
২ প্রায় 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে
৩ অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ না ছোয়া
4 ঘন বসতি এড়িয়ে চলা
৫ নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
ইত্যাদি
এইগুলা যদি আমরা মেনে নিতে পারি তবে আমরা করবার বিরুদ্ধে যোদ্ধ করতে সফল হবো
কিন্তু আমরা এই বিষয়টা একদমই সিরিয়ালি ভাবে নিচ্ছি না । আমরা হেলা ফেলা করছি আর তার প্রমাণ হচ্ছে আজ কাল দেশের গণপরিবনসহ সকল দূরপাল্লার বাস গুলোতে যাত্রীদের সংখ্যা দেখে। যদি এমনই চলতে থাকে তো করোনা প্রকোপ বাংলাদেশে আরো বেড়েই চল বে আমাদের সবাইকে আরো সতর্ক হতে হবে না হলে অনেক ক্ষতি হয় যাবে
আমাদের সতর্কতা আমাদের কাছে ।
সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন
দেশ তাকেও নিরাপদ রাখবেন
Canada’s finance minister fined for violating speed limit
Canadian Finance Minister Chrystia Freeland has been fined for speeding. He was accused of driving at a speed of 132...