পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আশা করছি গ্রাথোর ডট কম এর সকল সদস্যরা সবাই ভাল আছেন। আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, গ্রাথোর ডট কম এ আমি নতুন। আমি নিয়মিত টিপস এন্ড ট্রিকস বিষয়ে পোষ্ট করব। এটি আমার প্রথম পোষ্ট তাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন। এই পোস্টে আমরা দুটি বিষয় সম্পর্কে জানবঃ
১। কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়?
আমাদের প্রয়োজনে আমরা (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না। কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এ কারনে আমি আপনাদের জন্য কিবোর্ড দিয়ে (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিভাবে দেয়া যায় তার টিপস দিলামঃ
- ** (×গুন) এর জন্য= কি বোর্ড এর Alt+0215 চাপুন এরপর Alt key ছেড়ে দিন।
- ** (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড এর Alt+0247 চাপুন এরপর Alt key ছেড়ে দিন।
২। স্মার্টফোনে দ্রুত ফাইল আদান – প্রদান করা যায়।
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে ছবি, চলচ্চিত্র, গানের ভিডিও এবং উচ্চ রেজুলেশনের গেম খেলার মজাই আলাদা। অনেক সময় এসব ফাইল আদান-প্রদানের প্রয়োজন হতে পারে। কিন্তু এসব ফাইল তারহীন ব্লুটুথের মাধ্যমে পাঠানো অনেক সময়সাপেক্ষ ব্যপার। তারহীন ওয়াই – ফাই নেটওয়ার্কে এখব ফাইল খুব সহজে এবং সর্বেোচ্চ গতিতে আদান-প্রদান করা যায় । এ কাজের জন্য প্রথমে স্মার্টফোনে ইএস ফাইল এক্সপ্লোরার গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিন। এরপর ইএস ফাইল এক্সপ্লোরার খুলুন। এবার ফাইল এক্সপ্লোরারের ওপরের বাম দিক থেকে First access এ ক্লিক করুন।
তারপর Tools থেকে নেট ম্যনেজার এ ক্লিক করুন। এরপর create a hotspot network এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পোর্টেবল হটস্পট চালু হবে এবং একটি আইডি (ES_XXXX) এবং একটি পাসওয়ার্ড দেখাবে। এবার যে ফোনের সঙ্গে ফাইল আদান – প্রদান করবেন সেই ফোন থেকে ইএস ফাইল এক্সপ্লোরার খুলুন। তারপর আগের মত Net Manager থেকে Join এ Network নির্বাচন করুন। এবার নেটওয়ার্ক তালিকায় পূর্বের ফোনের যে আইডি দেখা যাবে তাতে ক্লিক করুন। পাসওয়ার্ড চাইলে পূর্বের ফোনের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। কানেক্টেড হয়ে গেলে যে ফাইল পাঠাতে চান তা নির্বাচন করে ইএস ফাইল এক্সপ্লোরারের সেন্ড অপশনে ক্লিক করুন। স্ক্যানিং হওয়ার পর আপনি প্রথম ডিভাইসটি খুঁজে পাবেন।
চাইলে ফোন গ্যালারি থেকে যেকোন মিডিয়া ফাইল নির্বাচন করে send by Lan দিয়ে ফাইল পাঠাতে পারবেন। এবার ফোন নির্বাচন করে সেন্ড অপশনে ক্লিক করুন। এবার ফাইল রিসিভ request পাবেন, যে ফোল্ডারে সেভ করতে চান তা দেখিয়ে দিয়ে OK দিন। এখন দেখুন কত দ্রুত আপনার ফাইলটি পৌছে যাচ্ছে।সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।