জেনে নিন টেবুলেটিং মেশিন কখন এবং কে আবিষ্কার করেন।

সালামুআলাইকুম! কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি টেবুলেটিং মেশিন সম্পর্কে। আপনি জানেন কি সর্বপ্রথম কে এর মেশিন আবিষ্কার করেন? যদি না জেনে থাকেন তো চলুন শুরু করি আর জেনে নিউ সর্বপ্রথম কে  মেশিন আবিষ্কার করেন এবং কেন করেন।

সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী ১৮৮৭ সালে ডা. হারম্যান হলিরিথ নামের একজন পরিসংখ্যানবিদ প্রথম ইলেক্ট্রো ম্যাকানিকাল পাঞ্চকার্ড টেবুলেটর মেশিন তৈরি করেন। এই মেশিনটি ব্যবহার করে হলিরিথ ১৮৯০সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি মাত্র তিন বছরের শেষ করেন। হলিরিথের পাঞ্চকার্ড টেবুলেটর মেশিনের পদ্ধতি ব্যবহার করে অনেকদিন পর্যন্ত ডাটা সংরক্ষন ও ইনপুট মাধ্যম হিসেবে পাঞ্চকার্ড ব্যবহৃত হয়েছে। ১৮৯৬ সালে হলিরিথ টেবুলেটিং মেশিন কোম্পানি নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। ১৯৮১ সালে প্রতিষ্ঠানটি সাথে অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে বিখ্যাত ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machines) বা সংক্ষেপে একে আইবিএম (IBM) কোম্পানি প্রতিষ্ঠিত হয়। টেবুলেটিং মেশিন উদ্ভাবিত হওয়ার পরেই ইলেক্ট্রো ম্যাকানিকাল টেকনিক ব্যবহার করে কম্পিউটারের যুগ শুরু হয়। তারপর থেকেই বিভিন্ন কোম্পানি নতুন নতুন মর্ডান কম্পিউটারের সূচনা করে। যার মাধ্যমে আমরা আজ কঠিন কাজও খুব সহজে করতে পারছি। আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটারে অনন্য যন্ত্র বাইকে অতুলনীয় বলা যায়। কেননা সকল যন্ত্রের সৃষ্টির পেছনে কম্পিউটারের অবদান গুরুত্বপূর্ণ। পূর্বের তৈরি কম্পিউটারের শুধুমাত্র হিসাবরক্ষণের কাজেই ব্যবহৃত হতো।কিন্তু বর্তমানে কম্পিউটারে হিসাব এর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। তাই কম্পিউটার একটি অসাধারণ চমকপ্রদ যন্ত্র। বর্তমান যুগের আধুনিক কম্পিউটারের দ্বারা এর পরিমাণ ইত্যাদি যন্ত্র আমরা সহজে কন্ট্রোল করতে পারি। সবকিছু সহজ করে দিয়েছে কম্পিউটার মানব জীবনের উন্নতির পিছনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় কম্পিউটারের সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশে বন্ধু-বান্ধব কিংবা যেকোন প্রিয়জনের সাথে সহজে আমরা যোগাযোগ করতে পারি।কম্পিউটার গোটা পৃথিবীটাকেই মানুষের একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে।

আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গেই থাকুন নতুন পোস্টের কোন নতুন কোন তথ্য নিয়ে আবারও আসছি ধন্যবাদ।

গ্রাথোর আর্নিং প্রোগ্রাম | পোস্ট লেখালেখি করে খুব সহজেই ইনকাম করুন

Related Posts

21 Comments

মন্তব্য করুন