হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আপনারা অনেকেই অনলাইনে কাজের কথা ভাবছেন, কিন্তু কি কাজ করবেন বা কোন কাজের পেমেন্ট পাওয়া যাবে সেসব চিন্তা করছেন। চিন্তার কোনো বিষয় নেয়, কারণ আমি আজ আপনাদের যে বিষয়ে কাজের কথা বলব, সেখানে কাজ করে পেমেন্ট পাবেন নিশ্চিন্তে।
আজ আপনাদেরকে আমি যে কাজের কথা বলব, সেটিকে আপনারা ক্যাপচা এ্যান্ট্রি বা ক্যাপচা সলভ বলতে পারেন। অনেকেই আবার ডাটা এ্যান্ট্রিও বলে থাকেন। এই কাজ করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হবে না। শুধুমাত্র ভাল একটি এ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার আর ভাল নেট কানেক্টশন থাকলেই হবে। কাজ কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন, বুঝুন, জানুন তারপর আপনি কাজে নিজেকে সক্ষম মনে করলেই কাজে যোগ দিবেন। তাছাড়া না জেনে বুঝে কাজ করতে গিয়ে মাঝপথে কাজ ছেড়ে দিবেন, এতে আপনার সময়, এমবি আর কিছু অর্থ ব্যয় হবে।
ডাটা এ্যান্ট্রির কাজ করার জন্য অনেক ওয়েব সাইট রয়েছে। যেমনঃ Kolotibablo, freelancer, 2captcha, elancer. এসব ওয়েবসাইটে কাজ করা অনেক সহজ ও পেমেন্টের পরিমাণও বেশি হয়ে থাকে।
আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার বা ল্যাপটপের মাথ্যমেও এই কাজ করতে পারবেন। এর জন্য ঐ ওয়েবসাইটে গিয়ে ওদের শর্ত অনুযায়ী আপনাকে সাইনআপ বা রেজিট্রেশন করতে হবে। তারপর ওখানে কাজ করার জন্য দুটি পদ্ধতি দেখবেন।
একটি হলো google recapture আরেকটি হলো typing capture. এই দুটির মধ্যে পার্থক্য হলো প্রথমটি দেখতে কোনো ছবির মত যেখানে পাহাড়, রাস্তা, ট্রাফিকলাইট ইত্যাদি থাকবে যেগুলোতে টিক দিতে হবে। আরেকটি হলো ছবির ফ্রেমের মত দেখাবে সেখানে কিছু ইংরেজি শব্দ থাকবে সেগুলো দেখে দেখে টাইপ করে ইন্টার চাপতে হবে।
গুগল রিক্যাপচা পূরণে সাধারণত হাজারে $১-$২ দিয়ে থাকে। সময় ভেদে এর পরিমান কম বা বেশি হয়ে থাকে। আবার টাইপিং ক্যাপচা পুরণে সাধারণত তিন হাজারে $১-$২ দিয়ে থাকে। এই সব সাইটের পেমেন্ট সাধারণত পেপাল, পেইজা, বিটকয়েন, পেওনিয়ার ইত্যাদির মাধ্যমে দিয়ে থাকে।
আশাকরি আপনাদের ডাটা এ্যান্ট্রি সম্পর্কে সামান্য কিছু হলেও ধারণা দিতে পেরেছি। দোয়া করবেন যেন আরো ভাল কিছু সম্পর্কে আপনাদের জানাতে পারি।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।।।।
Good
Good
Gd
nice
Gd
Nice
Nice..
wow
nice post
Okay
Good Post..
Ok
Ok