হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আসা করছি সকলেই বেশ ভালো আছেন। বর্তমান যুগ হলো আধুনিক। আর বর্তমানের এই আধুনিক যুগে এসে প্রেম করার লোকের সংখ্যাটা কিন্তু প্রচুর। বলা যায় বর্তমান যুগে প্রেম করাটা স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনিতেও কখন কোথায় কার সাথে কার প্রেমের শুরু হয়ে যায় সেটা কে এইবা বলতে পারবে বলুন। যাহোক আজকে আমরা ডিজিটাল যুগে প্রেমের কয়েকটি অসুবিধার বিষয়ে জানবো। আধুনিক যুগে প্রেম করার ফলে আমাদের কি কি অসুবিধার মুখোমুখি হতে পারে এই বিষয়টা নিয়ে আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
ডিজিটাল যুগের প্রেমের কয়েকটি অসুবিধাঃ
১. সামাজিক সমস্যা
ডিজিটাল যুগে প্রেম করার সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে সামাজিক নিন্দা বা সমালোচনা। আপনি একজনের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হলেন কিন্তু দেখা যাচ্ছে সেটা সমাজের লোকেরা ভালোভাবে নিচ্ছে না। সবাই মিলে এটা নিয়ে বাজে সমালোচনা করছে। যা আপনার উপর প্রভাব ফেলে।
২. বাড়তি চাপ
বর্তমান দিনে প্রেম করা মানে মাথায় একটা বাড়তি বোঝা বয়ে বেড়ানোর মত। আপনি কোনো কাজ ঠিকমত মন দিয়ে করতে পারবেন না। আপনার স্বাধীনতার মধ্যেও এক প্রকারের সীমাবদ্ধতা থাকবে যার কারণে আপনি সবসময় বাড়তি চেপে থাকবেন।
৩. খরচ
ডিজিটাল যুগে প্রেম করার কমন একটি সমস্যা হয়ে দাঁড়ায় খরচ। কিন্তু কিভাবে? আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিশ্চয় শপিং করতে নিয়ে যান, অথবা রেস্টুরেন্ট কিংবা ধরে নিলাম গিফট দেন মাঝে মাঝে। এতে করে আপনার খরচের পরিমাণটা বাড়তে থাকে। ফলে প্রেমের ক্ষেত্রে খরচ একটি সমস্যা হয়ে দাঁড়ায়।
৪. বাচ্চাদের উপর প্রভাব পড়ে
ডিজিটাল যুগে প্রেম করার প্রভাব বাচ্চাদের উপরেও পড়ে। বড়দের থেকেই বাচ্চারা শিক্ষা গ্রহণ করে। একত্রে যদি আপনি তাদের সামনেই প্রেম করেন তারা সেটি থেকে ভালো কিছু শিখছে না, ফলে কম বয়সে তারা বিপথে যাচ্ছে।
৫. পারিবারিক সমস্যা
ডিজিটাল যুগে প্রেম করার ফলে পারিবারিকভাবে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, আপনি আপনার প্রেমিক/প্রেমিকার সাথে সারাদিন চ্যাট বা কলে ব্যস্ত থাকলেন অন্য কোনো কাজে আপনার মন নেই যার ফলে পারিবারিক ভাবে সমস্যার সৃষ্টি হয়।
৬. ছোট ভুল থেকে সম্পর্কের সমাপ্তি
বর্তমানের সম্পর্কগুলো অল্পতে ভেঙে যায়। ছোট ছোট কিছু ভুলের কারণে সম্পর্ক সারাজীবনের মত শেষ হয়। ডিজিটাল যুগে প্রেম করার এটি একটি বড় সমস্যা। প্রেম করতে হলে সব ভুল গুলো পুঁজি করে এগোতে হবে।
৭. ক্যারিয়ার নিয়ে না ভেবে হয় না
ডিজিটাল যুগে প্রেম করার ফলে ক্যারিয়ার নিয়ে ভাবার মতো সময় হয়ে উঠে না। যার ফলে ক্যারিয়ার খারাপের দিকে যেতে থাকে। আপনি যদি ক্রমশ প্রেম নিয়ে সময়গুলোকে নষ্ট করতে থাকেন তাহলে ক্যারিয়ার ঠিক করতে আপনার পরবর্তীতে অনেক ভোগান্তিতে পড়তে হবে।
ডিজিটাল যুগে প্রেম করার ফলে এই ৭ তো অসুবিধা আপনাকে ভোগাবে। এছাড়াও আরো অসুবিধা যদিও আছে তবে এই কয়েকটি সমস্যা সবথেকে বড়।