জাধুর শহর ঢাকা , যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের বিড় করে । আবার লক্ষাধীক মানুষ গ্রাম ছেড়ে চাকরীর জন্য ঢাকায় আসেছে , এখান থেকে উপার্জন করে গ্রামে তাদের পরিবারের হাসি ফুটাবে । তাই ঢাকা হাজার ও মানুষের জন্য ভালোভাবা সরব ।
ঢাকায় কিছু অজানা তথ্য ঃ
ঢাকায় বেসকারী পানি ঃ ঢাকায় বেসরকারি জাতীয় পানি হলো চা ,ঢাকায় যত কাপ প্রতিদিন প্রান করা হয় , বিশ্বের অন্য কোথাও এতবেশি চা প্রান করা হয় না । আর যত ঢাকায় চায়ের দোকান রয়েছে , বিশ্বের মধ্যে নেই এত চায়ের দোকান ।
বিশ্বের ১২তম শপিং কমপ্লেস ঢাকায় অবস্থিত , ঢাকাতে রয়েছে ৫.৪৫ মিলিয়ন বর্গফুট এলাকায় নিয়ে তৈরি ঢাকার
রিক্সসাসহ ঢাকা ঃ ঢাকাতে রয়েছে সবচেয়ে বেশি রিক্সসা যা অন্য কোথাও নেই । তাই এই শহরকে রিক্সসার শহর বলা হয় ।
ট্র্যাফিক জ্যাম সহ ঢাকা ঃ ঢাকা হলো বিশ্বের ট্র্যাফিকজ্যামের তালিকার মধ্যে শির্ষে ।এখানে মানুষের প্রতিদিন মূলবান সময় এই ট্র্যাফিকজ্যামের কারনে নস্ট হয় ।
ঢাকা মসজিদের শহর ঃ ঢাকা এমন শহর যেখানে পৃথিবীতে ইসলামিক দেশের শহরে তুলনায় ঢাকা শহরে বেশি মসজিদ রয়েছে , মুলত গনবসতি বেশি থাকার কারনে বেশি মসজিদ রয়েছে ।তাই ঢাকাকে মদজিদের শহর বলায় চলে।
ঢাকার নামকরন ঃ অনেকই মনে করে থাকেন ঢাকের সুর থেকে ঢাকা বা এই অঞ্ঝলের মানুষের সবচেয়ে জনপ্রীয় বাধ্যযন্ত ঢাক তাই এই ঢাক থেকে আসেছে ঢাকা ।
ক্রিকেটের শহর ঢাকা ঃ বিশ্বের সব থেকে বেশি ঢাকাতে ক্রিকেট পাগল রয়েছে । যারা কিনা ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকেট কিনে খেলা দেখার জন্য , ঘন্টার ঘন্টা রোদে দাড়িয়ে খেলা দেখতে পারে , রিক্সসাওয়ালা থেকে সবাই ক্রিকেটের জন্য কাজ বন্ধ করে দিতে পারে ।
ফুতপাতের মার্কেট ঃঢাকায় সব থেকে বেশি ফুতপাতের মার্কেট রয়েছে , ৫০% বেচাকিনা হয় এই ফুতপাতে ।
স্থাপনা ঃ ঢাকায় বেশকিছু স্থাপন রয়েছে , যেগুলো বিশ্বের ভারত উপমাদেশের ক্ষেত্তে বিখ্যাত , যেমন লালভাগের কেল্লা।
ঢাকার খাবার ঃ কাচ্ছি বিরানী , ভোরহানী বিখ্যত খাবার ।
ঢাকার আসেপাশে কোন সাগর বা নদি নাই , তারপর ও ঢাকাতে রয়েছে নৌ বাহিনী ।
ঢাকায় আছে বিশ্বের সবচেয়ে শাড়ি কাপড়ের মার্কেট , ঢাকায় বসবাসের তালিকায় শির্ষে রয়েছে,
ঢাকা এমন একটি শহর যে শহরে রয়েছে বেশিভাগ সরকারি কার্যলয় রয়েছে ।
ঢাকা যেমন হয় কেন , সকালে বিকালে চায়ের দোকানে সবাই চা খাই, এবং ক্রিকেটে সবার জয়ে মানুষরা রাস্তায় আনন্দ করে ।
তাই আমরা মনে করি এই পৃথিবীর মধ্যে ভালো শহর , আমাদের প্রানের শহর । এই ঢাকাতে এমন না যে যা পাওয়া যায় না , ঢাক হচ্ছে বাংলাদেশের রাজধানী