বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
প্রতিনিয়তই ওই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছেন আপনারা জানেন কি তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি ক্ষতি কারক দিক গুলো কি কি এখন আপনাকে এই পোস্টের মাধ্যমে আপনাদের শেয়ার করে জানাবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার যে ক্ষতিকর দিক গুলাে কি কি
তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি হল
তথ্য দেওয়া – নেওয়া , বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা , বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তিই হচ্ছে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি । তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে করা না হলে তা জীবনের জন্য হুমকিস্বরূপ হয়ে দাড়ায় ।
নিচে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ক্ষতিকর দিকগুলাে উল্লেখ করা হলাে :
i . তথ্য ও যােগাযােগ প্রযুক্তির দক্ষতাকে ভুল পথে পরিচালিত করলে ব্যক্তিগত , সামাজিক বা রাষ্ট্রীয় যেকোনাে ধরনের বড় । অপকর্ম সংঘটিত হতে পারে ।
ii . প্রযুক্তির খারাপ ব্যবহার জনজীবনের দুর্ভোগের কারণ হতে । পারে ।
iii . সামাজিক যােগাযােগের মাধ্যমগুলােতে অধিক সক্রিয় হয়ে । উঠলে ব্যক্তি ও সমাজ জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় ।
iv . তথ্য ও যােগাযােগ প্রযুক্তির প্রতি আসক্তি ব্যক্তি জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে । আসক্তিসমূহের মধ্যে কম্পিউটার গেমস , ইন্টারনেট এবং খারাপ উদ্দেশ্যে তৈরি হওয়া । ওয়েবসাইট ব্রাউজিং উল্লেখযােগ্য ।
v . ব্যক্তিজীবনে শত্রুতা মূলক বা উদ্দেশ্য প্রণােদিতভাবে হয়রানির শিকার হওয়া
আমাদের জীবনের যেকোনো কিছুই অতিমাত্রায় ভালো না তাই যেকোনো কিছু অল্প অল্প ব্যবহার করব ব্যবহার করা ছেড়ে দেবে এমন নয় ব্যবহার করব বুঝে শুনে ব্যবহার করব যেটা বুঝবো না সেটা অন্য কারো কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করব কিন্তু নিজে ভুলভাল কিন্তু এমন কিছু করব না যাতে নিজের নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া
তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনারা সবাই ব্যবহার করুন সতর্ক ভাবে কোন মত এমন কিছু করে বসবেন না যাতে আপনার জীবনের জীবনটা
বরবাদ হয়ে যেতে পারে
মমিন ব্যক্তিরা সব সময় মানুষের পাশে থাকবে এবং মানুষকে সাহায্য করবে মানুষকে সৎ পথে চলার জন্য জ্ঞান দেবে
তাই আপনারা ও মানুষের সাহায্য করবেন এবং সৎ পথে চলবেন এবং মানুষ কেউ সৎপথে চলার জন্য বলবেন আল্লাহতালা আপনাকে ভালোবাসবে
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্টটি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ