নতুন ফিচার আনল ফেসবুক তাও আবার টিকটকের মতো
নতুন ফিচার আনল ফেসবুক তাও আবার টিকটকের মতো 😱
ফেসবুক একটা খুবই বড় সড় সোশ্যাল মিডিয়া । অন্য সকল সোশ্যাল মিডিয়ার থেকে সবচেয়ে বেশি সহজ এবং জনপ্রিয় একটি প্লাটফরম । দিনে দিনে এর অনেক নতুন নতুন ফিচার আসতেছে । এবার নাকি তারা টিকটকের মতো ফিচার নিয়ে আসলো ।
এর আগে আমরা দেখেছি ইনস্টাগ্রামের মতো স্টোরিস শেয়ারিং এর নতুন একটি ফিচার , যা এখন পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করছে ।
তবে সম্প্রতি ফেসবুক স্টোরিতে ভিডিও শেয়ারিং এর অপশন যোগ করে দিয়েছে । তবে সেটাও জন্মদিন উপলক্ষে ।
মানুষ তাদের জন্মদিন উপলক্ষে ছবির সাথে ভিডিও শেয়ারিং এবং তার সাথে মিউজিক সংযোগ করার অপশন চালু করেছে ।
এখাবে আপনারা পাবেন ভার্চুয়াল জন্মদিনের কার্ড ব্যবহারের সুযোগ পাবেন । ইতোমধ্যে এই ফিচারটি সকলের জন্য বিশ্ব ব্যাপী উন্মুক্ত করা হয়েছে । তবে এই ফিচারটি ব্যবহার করতে হলে ফেসবুকের দেখানো জন্মদিনের নোটিফিকেশনে ট্যাপ করতে হবে। তবেই আপনি এটি ব্যবহার করতে পারবেন ।
নোটিফিকেশনে ট্যাপ করার পর পরই ফেসবুকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা ও পাবেন । আর এই ফিচারটিতে আপনি চাইলে হ্যাপি বার্থডে’ সাউন্ড ট্রাকের কোনো মিউজিকও যুক্ত করতে পারবেন।
বর্তমানে এই ফিচারটি অনেকে ব্যবহার করছেন । এমনকি ছোট ছোট ভিডিও বানিয়ে শেয়ার ও করছেন ।
তাহলে এই নতুন ফিচারটি সম্পর্কে আপনি নতুন জেনে থাকলে এখোনি ব্যবহার শুরু করুন । আর উপভোগ করুন বেস্ট কিছু । নতুন কিছু এবং প্রযুক্তির আপডেট পেতে আপনারা আমার চ্যনেল টিকে সাবস্ক্রাইব করুন ।
https://www.youtube.com/channel/UCCebMOdBDOj4RQA8MF4QuSA
চ্যানেল এর নাম টেকনিক্যাল দিনাজপুর ।
ধন্যবাদ সবাইকে ।