গ্রামের নাম লুকিগাও। সেই গ্রামে বাস করতো এক নাপিত। তার ২ই ছেলে ছিল। তাদের নাম কানাই আর ডুবাই। কানাই ছিল অলস, আর ডুবাই ছিল চালাক। তাদের বাবা নাপিত তাই চুল কাটতে কাটতেই দিন চলে যায়। দিন কাটতে কাটতে এদিকে দুই ভাই বড় হয়ে যায়। আর তাদের বয়স ১৮ পার হয়।
আর নাপিত বুড়ো হয়ে যায়। আর সে খুবুই চিন্তিত হয়।
কারণ তার ছেলেরা কাজ করতে যাবে কিন্তু একজন কাজ করে আরেকজন শুধু বাড়িতে ঘুমায়। ডুবাই কাজ করে। কানাই ঘুমিয়ে স্বপ্ন দেখে।
আর একদিন ডুবাই কাজ করতে করতে কাজ শেষ হলেই বাড়ি আসবে। এদিকে কানাই স্বপ্ন দেখে তার কাছে প্রচুর ধন সম্পদ আছে। আর সে সেই সম্পদ পাবে বলে শুধু ঘুমিয়ে খোঁজ করে।
কিন্তু তার মা তাকে বলে কানাই সপ্নে ধন সম্পদ খুঁজে পেলেও কিছু পাওয়া যায় না। আর ঘুমাসনা এবার উঠে তোমার ভাইয়ের সাথে কাজ করা শুরু কর।
কিন্তু কানাই ঘুমিয়েই দিন কাটিয়ে রাত করে দেয়। একদিন ডুবাই বাড়িতে ফিরে তার বাবাকে বলে, বাবা কানাই কেন কাজ করতে যায় না? ও শুধু ঘুমিয়ে ধন পাওয়ার স্বপ্ন দেখে আর আসলে তো সে এসব পাবে না। তার বাবা বলে শোন ডুবাই একটা বুদ্ধি বের কর। কীভাবে তোমার ভাইকে কাজে লাগাতে পারবা ভাবো?
আর ডুবাই ছিল বুদ্ধি চালাকি খেলা। সে তার বাবাকে বলল, বাবা কানাইকে বল আমাদের পাশের জমিতে অনেক ধন রয়েছে। আর এই কথা শুনে কানাই জমি খুরতেই থাকবে।
এর ফলে যখন কানাই কিছু পাবেনা তখন তাকে ফসল চাষ করতে বলো।
এরপর তার বাবা কানাইয়ের কাছে গিয়ে চুপি চুপি বলল, কানাই আমাদের পাশের জমিতে অনেক ধন পাওয়া যাবে। এই কথা শুনে কানাই তারাতারি সেই জমিতে খুড়তে লাগলো। এরপর পুরো জমি খুড়ে যখন কিছু পেল না। তখন সে তার বাবাকে বলল, বাবা আমাদের জমিতে তো কিছুই পেলাম না।
তখন তার বাবা বলল, পুরো জমি চাষ হয়ে গেছে এবার ফসল রোপণ করো। দেখবে সোনা ফলেছে। এই কথা অনুযায়ী কানাই ফসল রোপণ করল।
আর নিয়মিত পানি ও সার দিলো। এভাবে কয়েক সপ্তাহের পর ফসল বড় হয়ে গেলো। আর ফসল দেখতে সোনার মতো। কিন্তু আসলে সোনা নয়। সোনালি কালার আর এতে সূর্যের আলো পড়তেই চকচক করে চোখে ঝলমল করতেছে।
এবার কানাই বলল, বাবা কোই টাকা পয়সা। তার বাবা বলল, এবার ফসল কেটে বাজারে বিক্রি করে আয়।
কানাই সেই কথামতো ফসল কেটে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল।
আর তার বাবা বলল, কি টাকা পেলি। এই ভাবে কাজ করলে এর থেকেও বেশী ধন লাভ করতে পারবি।
কানাই তার ভুল বুঝতে পারল। আর কাজে মন দিলো।
তো বন্ধুরা কি বুঝলে? স্বপ্ন দেখা ভালো না কাজ করা ভালো?
সকলকে ধন্যবাদ।