হ্যালো ফ্রেন্ড।কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের সাথে দারুন একটি ইন্টারেস্টিং ট্রিক্স শেয়ার করব। আশা করি আপনারা ট্রিসটি ফলো করলে নতুন কিছু করতে পরবেন।তা ছাড়া এটাকে আয়ের উৎসও বানাতে পারেন।তাহলে চলুন শুরু করি।
প্রথমে আপনাকে সামান্য পরিমাণ ইংরেজি জানা থাকতে হবে। ইংরেজি না জানা থাকলে আপনি এই ইন্টারেস্টিং কাজটি করতে পারবেন না। বিষয়টি হলো আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন।হ্যাঁ ফ্রেন্ড ঠিকই শুনেছেন।খুবই সিম্পল এটা তৈরি করা।আপনি এপ্লিকেশন তৈরি করে বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন।এর মাধ্যমে ইনকামও করতে পারবেন। আর এটা তৈরি করার জন্য আপনার কোন প্রকার কোডিং এর প্রয়োজন পড়বে না।আপনার কোন কোডিং জানাও লাগবে না।মোবাইল এবং কম্পিউটার উভয়টা দিয়েই করতে পারবেন। শুধু মাত্র একটি ওয়েবসাইটে ভিজিট করে আপনি একটি একাউন্ট করবেন। একাউন্ট করার পর সাইটটির মাধ্যমে বিভিন্ন অ্যাপস, ব্রাউজার, ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে আমি নিচে লিঙ্ক দিয়ে দিবো। তাছাড়া আপনারা যে কোন একটি ব্রাউজার এ গিয়ে সার্চ করবেন AppsGeyser
তাহলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন।সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। শুধুমাত্র আপনার জিমেইল পাসওয়ার্ড এবং রিপিড পাসওয়ার্ড দিবেন। তাহলেই আপনার একাউন্ট হয়ে যাবে। তারপর আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পরই অনেকগুলো অপশন দিতে পাবেন। এখানে ঘুরে দেখবেন স্টার্ট নাও ও এর উপর মাউসটি কিছুক্ষণ ধরে রাখলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে কোন একটি চয়েস করতে পারেন।আপনি যদি ব্রাউজার তৈরি করতে চান তাহলে ব্রাউজার এর উপর ডাবল ক্লিক করবেন। তারপর আপনি কিছু নিয়মনীতি দেখতে পাবেন। নিয়মনীতি গুলো পারলে পড়ে নিবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন।এবার আর একটি পেজ আসবে।সেখানে সর্বনিম্ন ছয়টি নেটওয়ার্ক অ্যাড্রেস যুক্ত করতে হবে। আপনি এখানে যেকোনো প্লাটফর্ম সেট করতে পারেন।যেমন ধরেন গুগল, ফেসবুক টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি যুক্ত করতে পারেন। তারপর একটি ছবি আপলোড করতে হবে।আপনার ইউজাররা যখন ব্রাউজারটিতে প্রবেশ করবে।তখন প্রথমেই যেই ইন্টারফেসের ওপেন হবে সেই ইন্টারফেসের ছবিটা আপলোড করতে হবে। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর তারপরের অপশন গুলো আসবে। সেখানে আপনি ডাউনলোড হিস্টরি কেমন হবে, ব্রাউজিং হিস্টরি কেমন হবে, নিউজ ফিড,কেমন হবে বুকমারকস কেমন হবে, ইত্যাদি আপনাকে সাজাতে হবে। এগুলো ডিফল্ট করে রাখতে পারেন। চাইলে আপনি আপনার মন মত পাল্টাতেও পারেন। সেটা আপনার ইচ্ছে। এগুলো সেট করার পর আপনি আবার নেক্সট এ ক্লিক করবেন।এবার আপনাকে আপনার বাউজারের নাম দিতে হবে। নাম দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন এখন আপনাকে আপনার ব্রাউজারের মূল পিকচার টা আপলোড করতে হবে। এখানেও চাইলে ডিফল্ট করে রাখতে পারেন। না চাইলে নিচে অনেকগুলো পিকচারের দেখতে পাবেন। সেখান থেকেও যে কোন একটি ছবি আপলোড করতে পারেন। তাছাড়া আপনি আপনার মেমোরি থেকে ও আপলোড করতে পারেন।ছবি আপলোড করার পর আবার নেক্সট এ ক্লিক করবেন।এবার আপনাকে সব কিছু প্রিভিউ করতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ক্রিয়েট নাও এ ক্লিক করে কমপ্লিট করবেন।কমপ্লিট হলেই কিন্তু আপনার ড্যাসবোর্ড এপটি সো করবে।আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।ধন্যবাদ।
আমার তৈরি এ্যাপঃ— http://app.appsgeyser.com/11868958/JUBAYER%20AL%20HABIB
সাইট লিংকঃ— http://app.appsgeyser.com/