- আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক শেয়ার করব. যা আপনাদের প্রতিদিনই কাজে লাগবে.
আমরা প্রতিদিনই বাজার থেকে কোন না কোন ফল বা মাছ কিনে আনি. কিন্তু এই ফলের মধ্যে থাকে ফরমালিন যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর. ফরমালিন ছাড়া বাজারে কোন ধরনের ফল বা মাছ পাওয়া যায় না এখন. আর আজকে আমি বলব কিভাবে আপনি নিজেই এই ফরমালিন যুক্ত ফল ও মাছ থেকে ফরমালিন আলাদা করবেন ফরমালিনমুক্ত ফল করবেন.
1/ যতটুকু জল নেবেন তার দশ ভাগের এক ভাগ ভিনিগার নিন, দুটো একসাথে ভালোভাবে মিশন. তারপর সেই পানিতে ফরমালিনযুক্ত মাছ ছেড়ে দিন. তারপর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন দেখবেন 100% ফরমালিন আলাদা হয়ে যাবে.
2/ সাধারণ জলে ফরমালিনযুক্ত মাছ মিশিয়ে রাখলে 60 থেকে 70 পার্সেন্ট ফরমালিন আলাদা হয়ে যাবে.
3/ লবণযুক্ত পানিতে ফরমালিনযুক্ত মাছ রেখে দিলে 90% ফরমালিন আলাদা হয়ে যাবে.
4/ লবণযুক্ত পানিতে ফরমালিনযুক্ত ফলমূল 15 মিনিট রেখে দিন দেখবেন 95 পার্সেন্ট ফরমালিন আলাদা হয়ে যাবে.
আর আপনারা এভাবে খুব সহজে ফল এবং মাছ থেকে ফরমালিন আলাদা করে নিতে পারবেন ঘরে বসেই. পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ.
খাদ্যের পুষ্টিগুণ জেনে রাখা জরুরি
আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন ।আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই বেঁচে থাকার জন্য আমাদের...