আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময় – নীল রং নিয়ে ক্যাপশন
নীল রংকে বলা হয় দুঃখের রং। কিন্তু নীল রংয়ের বিশাল আকাশ দেখলে মনে হয় না নীল রং কখনো কেউ দুঃখের রং বলে মানে। নীল আমাদের একটি প্রিয় রং। নীল রং অপছন্দ করে এমন কাউকে খুঁজে পাওয়া দায়। তাই সকলের প্রিয় রং হবার কারণে এই রং অন্যান্য রং থেকে প্রাধান্য পেয়ে থাকে অনেক বেশি পরিমানে।নীল এমন একটি রঙ যা বরাবর প্রাধান্য পেয়েছে কবি,কাব্য কিংবা সাহিত্যতে।তাই গুনীজনগণ নীল রঙ নিয়ে রচিত কাব্যের শেষ নেই। চলুন তাহলে জেনে নেই নীল রং নিয়ে রচিত কিছু উক্তি সম্পর্কে _
১.আকাশের রং শুধুমাত্র নীল থাকে
পরিবর্তন ঘটে শুধুমাত্র মানুষের রংয়ে
২.নীল আকাশে মেঘের বাতাসের মাঝেই
রংধনুর আসার তীব্রতা অনুভূত হয়
৩.নীল আকাশের শুভ্রতা আমাদের জানিয়ে দেয়
প্রকৃতিতে আগমন ঘটেছে শরতের।
৪.তোমার মেঘলা আকাশে হয়ে উঠব নীল রং
তুমি আমার ভালোবাসা হয়ে থেকো সারাক্ষন।
৫.পছন্দের নীল রঙটি আজ বড্ড বেমানান
কারণ স্বপ্ন সব নিমেষেই হারিয়ে যায়।
৬.স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার
কিন্তু স্বপ্ন পূরন হয় নি কিন্তু নীল রঙটি ছুয়ে দেখার সৌভাগ্য হয়েছে।
৭.আজ মন খারাপের দিনে
নীল রঙটি আমার সবচেয়ে বেশি আপন
৮.নীল আকাশ ছোঁয়ার ইচ্ছে ছিল
আজ তোমার সাথে
কিন্তু আকাশ ঠিকই আছে তুমি নেই
৯.ভালোবাসার রঙ লাল হলেও
দুখের রং হল নীল
১০.আকাশে মেঘ ধেকে দিলে যেমন কালো হয়ে যায়
তেমনি মেঘ কেটে গেলেও নীলাভ রুপ দেখতে পাওয়া যায়।
১১.আজ তুমি নেই
কিন্তু নীল আকাশে আজও খুঁজে বেরাই তোমার ঘুরি।
১২.তোমার বিরহে আজও পাওয়া হয় নি সেই নীল গোলাপকে
যা নিয়েছিলে তুমি ফিরিয়ে দাও নি কোনদিন।
১৩ আজও প্রতিদিন তোমার কথা ভাবি
তোমার দেওয়া নীল শাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি
১৫.আজও তোমায় নীল শাড়িতে লাগে ভীষণ ভারি।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আমাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন।