প্রশ্ন
মমিন সাগর
কতটা ডাকলে আমি,
তুমি চোখ খুলবে।
কতখানি আবেগ ঢাললে?
তুমি মুচকি হাসবে।
কতদূর ফিরে গেলে ?
তুমি ভালবাসবে।
কতটা অশ্রু আর লোনাজল
কতটা সময় প্রবাহিত অবিচল,
ভাঙবে অভিমান।
কতখানি স্বার্থ ত্যাগ?
কতদূর শব্দ ধ্বনি পৌঁছালে,,
ভাঙবে তোমার ঘুম।
চোখ খুলে দেখবে আমায়,
তোমার চোখের মাঝে আমি,
খুঁজে পাই আমার জীবন।
ভালোবেসে তুমি ভালোবাসো এটাই কামনা সারা জীবন।
উত্তর
মমিন সাগর
পাখির কন্ঠে দিলাম তুলি,
মন প্রাণ আত্মা খুলি,
বলবে কথা তোমার সনে,
পড়ন্ত বিকেলের সন্ধিক্ষণে।
এখনও রয়েছো কি মনের সেই সুন্দরবনে?
বলে দিও প্রিয় হে!
বসন্ত পেরিয়ে তপ্ত রুদ্র ঘামে।
মরীচিকার মত অতীত ভেসে ওঠে সামনে।
ডানে কিং বামে হিতাহিত জ্ঞানশূন্য,
এক অজানা প্রাণী আমি
তোমাতে মিশিয়ে আছে শেষ গন্তব্য,
সত্য-মিথ্যার মাঝেও এতোটুকুই সত্য,
খুব ভালো আছি বলছি মিছেমিছি,
মাঝে নেই শুধু আমি!
অতীতের কবিতাখানি,
বড় মধুর লাগে কেন জানি।
উজান ভাটির স্রোতের মতো
সুখ-দুঃখ আর হৃদয়ের ক্ষত,
মিলেমিশে আবার সেই আমি
জীবন থামেনি ক্ষণিকের জন্য
গতি হারিয়ে রয়েছে দাঁড়িয়ে এ তো শুধু আমি।
দুহাতে আজও অবাধ আশা আর স্বপ্ন
দু চোখের মাঝে আটকে সুখের বাসা
ঘুম থেকে জেগে দেখি
আবার সেই আমি!
এখনো সেই আগেরই মতো।
শুন্য বুকে_হাই তুলি
মন খুলে শুধু তোমারই কথা বলি
চলছে জীবন আছি এই তো বেশ।
তুমি কি এখনো আগেরই মতন?
৯৩৩
মমিন সাগর
দূরে কোথাও তুমি আছো বসে,
শুধু হৃদয় নেই হৃদয়ের পাশে।
শূন্যের পানে চেয়ে আছো
কষ্ট গুলো লুকিয়ে!
ভালো লাগে আবেগের অনুভূতি
ভাবনাগুলো আজ শুধুই স্মৃতি
কতটা চোখের জলে ভেসে গেছে আখি?
ক্যানভাসের রঙিন পেন্সিলে আঁকা ছবি
বাতাসে কি মেলে ধরো সেই কালো কেশ
ভালোবাসার শুরু আছে নেই কবিতার শেষ
এখনো দুষ্টামির ছলে, ডাগর ডাগর চোখ জোড়া কথা বলে।
শুধু নেই বিষাদ,
যন্ত্রণায় মোড়ানো চাদরে, অতি আদরে
রেখেছো কি ভালোবাসা গভীর যত্ন করে?
রংছবি
মমিন সাগর
পৃথিবী তুমি সেজেছ কত রঙে
দাঁড়িয়ে আছ তুমি কত ভানে?
কোথাও সবুজ আবার কোথাও লাল
কত -শত- না লক্ষ রংগে
এত রূপ এত রঙ কত বৈচিত্র
বড় জানিতে চায় মন
কার সাধ্য কোন শিল্পীর কর্ম
যুগের পর নতুন যুগ আছে অবিকল
জানিতে চায় এই তৃষ্ণার্ত হৃদয়
কার হাতের জাদু চেয়ে সেজে আছো বহুরূপে
কোথায় সেই শিল্পীর নিবাস?
প্রশ্নের মানে বেঁচে থাকি ধ্যান নিয়ে।
শুধু বলে দাও নির্বাক পৃথিবী
তোমার সেই ভাষা নাই বুঝি
আছে যত ভাষা
বাংলা বুঝি আমি।
হও ক্যান ই কবি
বাংলায় যে মধুর লাগে
তোমারি আপন আয়নায়
দেখি কত রঙ ছবি!