আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। পাহাড় ভ্রমণ নিয়ে উক্তি –
মানুষ যখন প্রত্যাহিক কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলে তখন নিজেকে ফিরে পাওয়ার জন্য মানুষ কাজের চাপ থেকে মুক্ত পাবার জন্য ভ্রমণ করে থাকে। ভ্রমণের মানুষের শরীর এবং মন প্রফুল্ল থাকে। মানুষ নিজের প্রাশান্তি ফিরে পায় ভ্রমণের মাধ্যমে। ভ্রমণের ক্ষেত্রে মানুষ তার নিজের পছন্দমতো কিছু জায়গা থাকে। মানুষ সাধারণত তার পছন্দের জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে। ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু মানুষ বাইরের দেশ ভ্রমণে যায় ,কেউ যায় পাহাড়ে কেউবা সমুদ্রে।
পছন্দের বিবেচনায় আজকাল তরুণ প্রজন্মের ভ্রমণের ক্ষেত্রে পছন্দ পাহাড়। কারণ আজকাল তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এডভেঞ্চার প্রিয় এছাড়াও অনেকের পাহাড় এর কোল ঘেঁষে বেয়ে চলা ধর্ণা পছন্দ সেই সাথে মেঘের ঢেউ। এই জন্য অনেকের পাহার খুব পছন্দ।
পাহারের বিশেষত্ত হলো সবুজের উপরে মেঘের আগমন। মেঘের আনাগোনা পাহাড়কে করেছে অন্য সকল কিছু থেকে আলাদা। তাই পাহাড় আমাদের সকলের প্রিয়। পাহাড় প্রেমিকরা তাই যখনই সুযোগ পায় বের হয়ে যায় পাহাড় ভ্রমনে।পাহাড়ের ভ্রমনে আপনি পাহাড়ের অনেক অদেখা জিনিস দেখার সৌভাগ্য হয়।
পাহাড় নিয়ে, পাহাড় ভ্রমন নিয়ে অনেকে উক্তি দিয়েছেন।তার মধ্যে বিশেষ কিছু প্রচলিত উক্তি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের পাহাড় ভ্রমণ নিয়ে কয়েকটি উক্তি তুলে ধরবো :
১.উক্তিঃ
পাহাড় ভ্রমণ নিয়ে বিখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেনঃ
‘অনেক দিন ধরেই আমার পাহাড় কিনার শখ
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না
যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতাম না “।
২.উক্তিঃ
“মন খারাপ হলে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ান
আপনার মন ভালো হয়ে যাবে “।
৩.উক্তিঃ
“পাহাড় যখন চায়
মেঘকে ছুতে পারে এই দুরুত্বটাই বৃষ্টি”।
৪.উক্তিঃ
“নিমণজম্মান এই আলোকরেখা কাঁচের দেয়ালে কেটেছে দাগ”।
৫.উক্তিঃ”পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝরে ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ”।
৫.উক্তিঃ
“পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে
তাই আঘতের দাগ বাড়ে না
যারা আঘাত পায়নি কোনোদিন
তারা পাহাড় হতে পারে।”
৬.উক্তিঃ
“ক্লান্ত সূর্যটা যে পাহাড়ের গায়ে
কালো রাত্রি নামায়
সে পাহাড় জানে কতটা মেঘ জমলে
আকাশ বৃষ্টি ঝরায়”।
৭.উক্তিঃ
“যদি কখনো কাঁটাতারে বাঁধ জেনে রেখো হারিয়ে যাবো নিরুদ্দেশ
এক আকাশ মিলবে ডানা কিংবা পাহাড় বাইবো ঝর্ণা বেশে”।
৮.উক্তিঃ
ভাল্লাগেনার একমাত্র ঔষধ পাহাড় ,ঝর্ণা ট্রেকিং।
৯.উক্তিঃ
“পাহাড় কোলে মেঘ জমেছে
যেন সবুজের দিস্তা
তার মাঝে আপন মনে
বয়ে চলেছে তিস্তা।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন