প্রকৃতিকে ভালোবাসুন, ভালো থাকুন
প্রকৃতির ভাষা গাণিতীক, আর এ গাণিতীক ভাষাকে বুঝে নিতে হয় নিজের মত করে। ভালো থাকার জন্য, ভালো লাগার কিছু উপাদান প্রয়োজন। আর এ প্রয়োজনীয় উপাদানের অন্যতম হচ্ছে প্রকৃতি। নিজের চারপাশের সব কিছুকে দুচোখ মেলে দেখতে শিখুন ভালো ভাবে, দেখবেন অসাধারণ কিছুও হয়তো পেয়ে গেছেন, যা আপনার সময়কে উপভোগ্য করে তুলতে পারে। আপনার অসময়কে, ভালো করে দিতে পারে প্রকৃতির কিছু উপাদান।
গাছের ফুল কে ভালো ভাবে দেখুন, কিংবা পাখির কন্ঠের ডাকে নিজের ইন্দ্রিয়ের সাথে মিলিয়ে নিন, পাখির ভিন্ন ভিন্ন ডাক আপনার মনে ভিন্ন অনুভূতি সৃষ্টি করবে, আপনি বুঝতে পারবেন প্রকৃতি আসলে ভালো লাগা আর ভালো থাকার সর্বোত্তম জায়গা।
যে কোনো জায়গায় আপনি প্রকৃতিকে পাবেন, আর এ প্রকৃতিকে আপন করে নেয়ার ক্ষমতা আপনার থাকতে হবে।
পুকুরের মাছ কিংবা নদীর জল,আকাশের নীল কিংবা মাটির গন্ধ, সব কিছুকে আপন করে নিন, নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন, একসময় হয়তো নিজেকে খুঁজে পাবেন, নিজের ভেতরের সন্ধান পাবেন, নদীর জলকে হাতে স্পর্শ করুন, কিংবা জলে নেমে নিজেকে ভাসিয়ে দিন, দেখবেন জীবন কত সুন্দর। কুয়াশা ভেজা পথে হেটে বেড়ান, মাটির স্পর্শ লাগান পায়ে, দেখবেন হৃদয়েও লেগেছে ছোঁয়া, জীবন ভরে উঠবে গানে।
প্রকৃতি আপনাকে যা দিতে পারে, এমন অকৃত্রিম কোনো কিছুই আপনি মানুষের তৈরি কিছুতে খুঁজে পাবেন না।
সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখুন, নিশুতি রাতের আধাঁরে হেটে বেড়ান, মিটিমিটি জ্বলে উঠা তারা দের কাছে টানুন, চাঁদের পানে চোখ রেখে জোসনায় ভিজে যান, বৃষ্টির ফোঁটায় শীতল করুন অঙ্গ, বৃষ্টিতে ভিজুন আর বিজয়ের গান গাইতে শুরু করুন, দেখবেন প্রকৃতি আপনার জীবন বদলাতে শুরু করেছে, আপনিও বদলে যাবেন।
প্রকৃতিকে ভালোবাসুন, জীবনকে পারবেন, আপনিও হয়ে উঠুন প্রকৃতির সন্তান।