আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো। আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি। আমরা সবাই চাই অনলাইনে কোনো ভালো ওয়েব সাইটে কাজ করে ইনকাম করতে অথবা কোনে এপ থেকে ইনকাম করে নিজের খরচ নিজই চালাতে চাই। তাছাড়া একটি বড় মাধ্যম আছে যার মাধ্যমে আমরা মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারবো আর সে মাধ্যম টি হলো ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের পর্যাপ্ত দক্ষতা বা শিক্ষার জন্য আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারি না। তাছাড়া আপনাকপ ফ্রিল্যান্সিং এর জন্য প্রথমে প্রয়োজন একটি কম্পিউটার বা পিসি। তাই অনেকে দরিদ্র বলে কম্পিউটার বা পিসি কিনতে পারে না। তাই তারা চায় মোবাইলের মাধ্যমে কোনো সহজ ওয়েবসাইট বা কোনো সহজ এপ থেকে ইনকাম করতে। তারা চায় কোনো ওয়েবসাইট বা কোনো এপে তারা ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে। এরকম অনেক ওয়েবসাইট ও অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশে যারা ২৪ ঘন্টার মধ্যই পেমেন্ট দিয়ে থাকে। শুধু বাংলাদেশে না ইন্ডিয়ান, আামেরিকান, জার্মেনিয়ান অনেক এপ ও ওয়েবসাইট আছে। কিন্তু অনেক ওয়েবসাইটে ইনভেস্টে ছাড়া ইনকাম করা যায় না। কিন্তু আমরা বাঙ্গালিরা সবাই চাই ইনভেস্ট ছাড়া ইনকাম করতে। এরকম অনেক ওয়েবসাইট ও অনেক এপ আছে ইন্টারনেটে ও প্লে স্টোরে। আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা এসব ওয়েবসাইট ও এপের সন্ধান পেয়ে যাবে। তাই সবাইকে বলি আপবারা অন্যের উপরে ভরসা না করে নিজেই নিজের পথ খুঁজে নেন। আপনাদের অনেক কথা বলেছি এবার আসুন আসল পয়েন্টে। আপনারা হয়তো শিরোনামে দেখে ছেন আমি কি লিখেছি। আমি লিখেছি কিভাবে আপনি আপনার প্রতিদিনের পকেট খরচ চালাবেন অনলাইন থেকে। তাহলে চলুন আমি আজকে যে সাইট নিয়ে কথা বলবো এটি সম্পূর্ণ বাংলাদেশি সাইট। এ সাইটে বাংলাদেশের অধিকাংশ মানুষই জড়িত আছে তারা এখান থেকে তাদের প্রতিদিনে পকেট খরচ চালাচ্ছে। এই মনে করেন তারা দৈনিক ১০০,২০০ ও ৩০০ টাকা করে ইনকাম করছে। আমি এ সাইটটির লিংক বপনাদের দিচ্ছি।
সাইট লিংকঃ http://earningpoint.club/ref?ref=33803
সাইট লিংকঃ http://earningpoint.club/ref?ref=33803
এ সাইটে আপনাকে ৬৭০ ক্রেডিট এর জনয় ৮০ টাকা দিবে। আর যদি আপনার ৫০ জন রেফার তাহলে আপনাকে তারা প্রো মেম্বারশিপ দিবে এবং সাথে আপনার ক্রেডিট কমিয়ে ৫৭০ ক্রেডিটে ৮০ টাকা দিবে। তাছাড়া আপনার রেফার যদি ২০০ জন তাহলে তারা আপনার ক্রেডিট কমিয়ে ৪৭০ ক্রেডিটে ৮০ টাকা দিবে আবার আপনার রেফার যদি ৫০০ জন হয় তাহলে আপনাকে তারা ১০০ক্রেডিট কমিয়ে আপনাকে ৩৭০ ক্রেডিটে ৮০ টাকা দিবে এবং আপনার রেফার যদি ১০০০+ হয় তারা আরো ও ১০০ ক্রেডিট কমিয়ে আপনাকে ২৭০ ক্রেডিটে ৮০ টাকা দিবে৷ তাছাড়া রেফারেল মেম্বারের প্রতি উইথড্র তে আপনাকে ১৫% কমিশন দিবে মানে যদি আপনার কোনো রেফারেল মেম্বার ১০০ টাকা উইথড্র করে তাহলে আপনাকে ১৫ টাকা দিবে ৷ এভাবে আপনার ২০ জন রেফারেল মেম্বার যদি ১০০ করে উইথড্র করে তাহলে আপনাকে ৩০০ টাকা দিবে
উপরের লিংক এ গিয়ে রেজিষ্ট্রেশন করুন এবং রেজিষ্ট্রেশন পরে লগইন করুন৷ তাহলেই একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
রেজিষ্ট্রেশন এর নিয়মঃঃ
প্রথমে আপনার নাম দিবেন, তারপট আপনি যে বিকাশ অথবা রকেট ও নগদ নাম্বার দিয়ে পেমেন্ট নিবেন সে নাম্বার দিন। তারপর আপনি ইমেইল দেন তারপর সেই ইমেইলের পাসওয়ার্ড দেন তারপর ঐ পাসওয়ার্ড কনফার্ম করুন তারপর লগইন করুন তাহলেই একাউন্ট হয়ে যাবে। নিচে এ সাইটের কাজ সম্পর্কে জানুন।
এ সাটটির কাজ হলোঃ
১/ নিউজ পড়া
২/ নিউজ গুগলে সার্চ দেওয়া
৩/আর্টিকেল লেখা ( কমপক্ষপ ১০০ ওয়ার্ডের)
৪/ ক্যাপচা পূরণ করা
৫/ তাছাড়া আপনাকে প্রতিদিন বোনাস দিচ্ছে ২-৩ বার
এ সাইটটি ২৪ ঘন্টার মধ্যেই পেমেন্ট দিয়ে থাকে। পেমেন্ট সরাসরি মোবাইল রিচার্জ, বিকাশ, রকেট ও নগদে দিয়ে থাকে৷ মানে এটি সম্পূর্ণ একটি ট্রাস্টেড সাইট। সবাই এই সাইটটি ব্যবহার করতে পারেন।
বিঃদ্রঃ এ সাইটে আপনি আপনার বিভিন্ন সাইট অথবা এপের রেফার ও বাড়াতে পারবেন অথবা আপনি যদি কোনো পণ্য বিক্রয় করতে চান সে নিউজ আপনি এ সাইটের মাধ্যমে সারা দেশে বিলীন করে দিতে পারবেন অথবা আপনি যদি বাসা বাড়া দিতে চান তার খবর ও সারা দেশে বিলীন করে দিতে পারবেন। তাই সবাইকে বলছি দেরি না করে এখনি উপরে লিংক এ গিয়ে রেজিষ্ট্রেশন করুন৷
আজকে এই পর্যন্তই সামনে আরেকটি ভালো পোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।
পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ দয়া করে🙏
ঘরে থাকুন সুস্থ থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ
আর লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
- খোদা হাফেজ