আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি আর্টিকেল নিয়ে। প্রবাসীর কষ্টের স্ট্যাটাস নিয়ে থাকছে মূলত আজকের আর্টিকেলটা। আমাদের মধ্যে অনেকে নিজেদের জীবিকা নির্বাহের স্বার্থে বা ক্যারিয়ার গড়ার স্বার্থে বিদেশে বসবাস করে থাকি।
আমরা বেশিরভাগ মানুষরা ভেবে থাকি প্রবাসে যারা থাকেন তারা হয়তো অনেক আনন্দে থাকেন, তাদের কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু যিনি প্রবাসী একমাত্র তিনিই বুঝেন প্রবাসে থাকার কষ্ট কি। নিজের জন্মস্থানে নিজের খারাপ কিছু হলেও দেখতে আসার মত লোক থাকে, কিন্তু প্রবাসে কিছু হলেও ফিরে দেখার মত কেউ নেই। সবাই সবার মত ব্যাস্ত। এছাড়াও প্রাণের প্রিয় বন্ধুদের সাথে দেখা না হওয়া, সবাইকে ছেড়ে অন্য দেশে বাস করা, সব মিলিয়ে একজন প্রবাসীর জন্য এটা অনেকটা চ্যালেঞ্জিং। আজকে প্রবাসীদের কষ্ট নিয়ে স্ট্যাটাস শুনবো কয়েকটা। চলুন তাহলে শুরু করা যাক।
প্রবাসীর কষ্টের স্ট্যাটাস । প্রবাসীদের কষ্ট নিয়ে ক্যাপশন
১. প্রবাসী হওয়ার মানেই যে সুখী থাকা এমনটা নয়, একমাত্র প্রবাসীরা বুঝেন সম্পর্কের টান কেমন।
২. কষ্ট আর ত্যাগ ছাড়া জীবনে সফলতা পাওয়া অনেকটাই কঠিন। প্রবাসে থাকাটা অনেক কষ্টকর এবং কঠিন। কিন্তু তুমি যদি এই কঠিন ত্যাগ বরণ করে নিতে পারো তবেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে।
৩. কাছে থাকলে সম্পর্কের টান বুঝা যায়না, কিন্তু যারা প্রবাসী তারা সম্পর্কের মূল্য কতটা সেটা হারে হারে বুঝতে সক্ষম।
৪. প্রবাসীদের জীবনে যতই সুখ শান্তি থাকুক না কেন, দিনশেষে নিজের কাছের এবং প্রিয় মানুষগুলোকে না দেখার ব্যথা তার জীবনকে কুরে কুরে খাবে। মনে হবে জীবনের অনেক বড় একটা অংশ তার শেষ হয়ে গিয়েছে।
৫. প্রবাসী হওয়ার মানে প্রিয় মানুষদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়, যে সম্পর্ক সত্যিকারের হয় সেটা প্রবাসে থেকেও মজবুত রাখা যায়। তবে সেটির জন্য সম্পর্ক সত্যিকারের হওয়াটা জরুরী।
৬. প্রবাসে তুমি স্বাধীন, তোমাকে এটা করো, ওটা করোনা এগুলো বলার মত কেউ নেই। কিন্তু দিনশেষে একাকীত্বের যে কষ্ট সেটা তোমাকে কষ্ট দিয়ে যাবে। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না।
৭. প্রবাসী হওয়ার পর নিজের দেশের সেই মানুষ গুলোকে ভুলে যেও না যারা তোমার জীবনে সফলতার জন্য অবদান রেখেছে। অন্য কিছু না হলেও অন্তত তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করিও।
৮. একজন প্রবাসীর কাছে তার প্রত্যেকটা দিনের শুরু এবং শেষ পর্যন্ত একাকীত্বের অনুভূতি হয়, কিন্তু অন্যভাবে চিন্তা করলে দিন শেষে আমরা সবাই কিন্তু একাই। তাই একাকীত্বের জন্য এতটা কষ্ট পাওয়ার কিছু নেই।
৯. নিজের বাবামাকে যতদিন পারো সুখ শান্তি দেওয়ার চেষ্টা করো, কারণ প্রবাসীরা চাইলেও তাদের বাবা মায়ের সাথে কিছু সময়ের জন্য দেখা করতে পারেনা হুট করে।
১০. একজন প্রবাসী মানুষ বুঝেন নিজের দেশ, প্রয়োজন, বন্ধুবান্ধব সব ছেড়ে অন্য এক অচেনা রাজ্যে থাকার কষ্ট।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, আসা করছি আপনারা প্রবাসীদের কষ্টের মাহাত্ম বুঝতে পারবেন। আর্টিকেলটা ছিল এইটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ