আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই??আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়। প্রাকৃতিক দৃশ্য নিয়ে উক্তি –
বাংলাদেশে ষড়ঋতুর দেশ। প্রকৃতি অপার মহিয়া ছড়িয়ে আছে আমাদের সারা দেশজুরে। একেক সময় প্রকৃতি এক এক রকম রূপ নিয়ে হাজির হয় আমাদের মাঝে। তাইতো এই অপার রূপে মুগ্ধ হয়ে আমরা ঘুরে বেড়ায় দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। দেশের এই ওপর রূপে মুগ্ধ হয়ে কতশতও যে বিদেশী পর্যটক এই দেশে ভ্রমণ করে তার হিসাব নেই।
আমাদের দেশের প্রকৃতি কোনো রূপকথার সৌন্দর্য থেকে কম নয়। তাইতো দেশে পর্যটক দেশের এই প্রান্ত থেকে ছুঁটে বেড়ায় অপর প্রান্তে। এত্তসব প্রাকৃতিক সৌন্দর্য কম প্রাকৃতিক দৃশ্য থেকে কম নয়। আজকাল আমরা যেখানে ঘুরতে যায় যেখানে। সেই সাথে তারা উপভোগ করে ছবির মতো আমাদের দেশের প্রকৃতিকে। এই প্রকৃতির একেক সময় একেক রূপ আমাদের পাগলপারা করে দে।
আমরা আককাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু শেয়ার করে থাকে। আমাদের এই ছবির মতো প্রকৃতির ছবিগুলো আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে কিছু ক্যাপশন দিতেই হয়, আপনাদের সুবিধার কথা চিন্তা করে কিছু ক্যাপশন তুলে ধরার চেষ্টা করছি।
১. দূর থেকে সব দৃশ্য মনে হয় কাছে গেলে আসল সৌন্দর্য উপভোগ করা যায়।
২. প্রাকৃতিক দৃশ্য একটি অজানা সুর আছে অনেকেই তা শুনতে পে না ।
৩. পাথরে পূর্ণ নদীর চেয়ে প্রকৃতিক দৃশ্য উপভোগ করা শ্রেয় ।
৪. প্রাকৃতিক দৃশ্যের মতো ছবি হলো এক যৌগিক স্থান ।
৫. প্রাকৃতিক দৃশ্য যেমন ঠিক যেমন ছবির মতো সুন্দর ।
ঠিক তেমন এক ঝরে লণ্ডভণ্ড করে অস্তিত্ব হারানোর জিনিস।
৬. প্রাকৃতিক দৃশ্যে প্রতিটি সৌন্দর্যই এক এক ফুটন্ত আত্না।
৭. প্রাকৃতিক দৃশ হলো সুস্থতা তৈরির এক অপূর্ব শিল্প ।
৮. রংগুলো হলো প্রকৃতির হাসি যা আমাদের নতুন নতুর দৃশ্য উপহার দেয়।
৯. প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায় ।
১০. প্রকৃতি সরলতায় সন্তুষ্ট এবং প্রকৃতি কোন পুতুল নয় ।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবে আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন