প্রেম – ভালোবাসা শব্দটা যেন একটা অদ্ভূৎ শব্দ। এই কথাটা শুনলেই যেন আমাদের মনের, ভিতর দিয়ে ঢেউ দিয়ে ওঠে । বর্তমান সময়ে প্রেম করেনি এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কেউ কেউ এমনও আছে যারা এক হালি থেকে শুরু করে ডজন ও পার করে ফেলেছে প্রেম করে। আমিও কিন্তু সত্যিই সেই ডজন প্রেম ধারির ভিতরে একজন অর্থাৎ আমিও প্রায় অনেকগুলো প্রেম করে ফেলেছি। কিন্তু বেচারা প্রেমগুলো সব গুলো ভালভাবে টেকে নি। কারণ হলো আমি আমার প্রিয় মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসি আর জানেন তো সব থেকে বেশি ভালোবাসায় হলো অপরাধ। কারণ যাকে আপনি সবথেকে বেশি ভালবাসতে যাবেন সেই দেখবেন আপনার পথ থেকে দূরে সরে যাবে। আমার মতে প্রেম শুধু প্রেম নয়, ভালোবাসা শুধু ভালোবাসা নয়, এর ভিতরে থাকার প্রয়োজন পাগলামি, প্রেমের ভিতরে যদি একটু দুষ্টুমি খুনসুটি পাগলামি না থাকে তাহলে প্রেম টা ভালো মজবুত হয় না, এবং প্রেমের ভিতরে হাসি রহস্য যদি না থাকে তাহলে প্রেমের গোড়াটা মজবুত হয় না। তাই প্রেমের ভিতরে পাগলামি ছাগ্লামি রাখতে হবে না হলে প্রেমটা একটু জমজমাট হবে না। আপনি যখন আপনার প্রিয় মানুষটার সাথে কথা বলবেন তখন একটু পাগলামি করেন পাগলামিটা এমন হবে। এক কথা শোনার পরও আপনি বারবার রিপ্লাই করবেন যে কি বললে জান আমি শুনতে পারিনি, আমাকে একটু বলো না প্লিজ।
তারপরে বলতে পারেন আপনার প্রিয় মানুষটাকে এই জান তোমাকে একটা কথা বলব, তখন সে যদি বলে বলোনা তখন বলবেন, যে না বলবো না যখন সে বারবার রিকুয়েষ্ট করতেই থাকবে বলো বলো না হলে কিন্তু আমি রাগ করবো। তখন আপনি বলে দিবেন কানে কানে “আই লাভ ইউ “আমি তোকে অনেক বেশি ভালোবাসি রে, এটা হল একপ্রকার পাগলামি অর্থাৎ প্রেমে করে যদি এমন দুষ্টু মিষ্টি পাগলামি না থাকে তাহলে প্রেম টাতে যেন একটা কোন কিছু অনুপস্থিত থেকে যায়। সুতরাং তাই সব মিলিয়ে একটা কথা বলতে চাই প্রেমের ভিতরে যদি আরো বেশি জমজমাট এবং মধুময় করতে চান তাহলে এই ধরনের পাগলামি টা একটু করে থাকবেন প্রায়ই। তাহলে দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে আরো অনেক অনেক বেশি ভালবাসতে শুরু করে দিয়েছে। তাই প্রিয় মানুষটার সাথে আরও একটু বেশি পাগলামি করুন আপনি যদি এর আগেই প্রেম পাগলামি করে থাকেন তাহলে এখন থেকে আরও একটু বেশী বেশী করবেন। তার কাছে আরো বেশি প্রিয় হওয়ার জন্য। থাকুক সারা জীবন প্রেম -ভালোবাসা প্রিয় মানুষগুলোর বিতরে আবদ্ধ হয় !!