আসসালামু আলাইকুম সম্মানিত ভিজিটরস বিন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন? আমি সাথী চৌধুরী, গ্রাথোর ডট কম এর নতুন রাইটার।আর এটা আমার প্রথম পোস্ট, আশা করি সবাই উপভোগ করবেন।আর আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে আরো ভালো ভালো পোস্ট নিয়ে হাজির হতে পারি।
আজকের পোস্ট কি বিষয়ে সেটা নিশ্চয়ই আপনি টাইটেল দেখেই বুঝতে পারছেন?
-
অটো রিয়্যাক্ট সম্ভব?
হ্যা। অটো রিয়্যাক্ট নেওয়া সম্ভব। তাও যত খুশি ততবার।যে যে রিয়্যাক্ট প্রয়োজন তার সবগুলোই নিতে পারবেন খুব ইজিলি।
-
আইডিতে সমস্যা হবে না তো?
একদমই না।আমার এই ট্রিকক্স টি অনুসরণ করলে আপনার আইডিতে কোনো সমস্যাই হবেনা কথা দিচ্ছি।
-
কিভাবে নেব অটো রিয়্যাক্ট?
এরজন্য আমার পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।ধন্যবাদ। তো শুরু করা যাকঃ
এরজন্য আমাদের একটি অ্যাপ প্রয়োজন। অ্যাপটির নামঃঃ yoliker । এটি আপনারা প্লে-স্টোরে পাবেন না। অ্যাপটি পেতে Google এ সার্চ করুন। তারপর ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন। এবং তারপর অ্যাপটি ওপেন করে আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন (অবশ্যই ফেইক আইডি দিয়ে লগইন করবেন 🙏)
আর আপনি যেই পোস্ট টিতে রিয়্যাক্ট নিতে চান সেটি অবশ্যই পাবলিক পোস্ট হতে হবে নয়ত রিয়্যাক্ট অ্যাড হবেনা। এরপর আপনি কি রিয়্যাক্ট নিতে চান সেটি সিলেক্ট করুন এবং যেই পোস্টএ রিয়্যাক্ট নিতে চান তার লিংক ফাকা বক্সে দিন। এরপর ক্যাপ্টাচা পুরন করে সাবমিট করিন এবং এবার দেখুন আপনার পোস্টে রিয়্যাক্ট যুক্ত হয়েছে।
অ্যাপ ডাউনলোড লিংক: https://link.grathor.com/gh
-
এটা কিভাবে কাজ করে?
ইয়ো লাইকার এক টি ইন্টার ন্যাশনাল অ্যাপ। এর ব্যবহার কারী অনেক অনেক। আপনি এর সাহায্যে অসংখ্য রিয়্যাক্ট নিতে পারবেন আপনার যেকোনো পাবলিক পোস্টে। এর জন্য আপনাকে কোনো মুল্য পরিশোধ করতে হবেনা। এর সমস্থ কাজের প্রক্রিয়া সম্পুর্ন ফ্রি তেই হয়ে থাকে। প্রথমেই বলেছিলাম এতে আপনার একটি ফেইক ফেসবুক আইডি দ্বারা লগইন করতে হবে।
এরকম আপনার মতো লক্ষ্য লক্ষ্য ইউজার আছে।যখন আপনি রিয়্যাক্ট নেন সেরিকম সবাই নিয়ে থাকে।আর ইয়ো লাইকার লগইন করা একাউন্ট সমুহের দ্বারাই প্রত্যেকের পাবলিক পোস্টে রিয়্যাক্ট দেয়।আশা করি বুঝতে পারছেন?
যদি আপনি পোস্টি না বুঝে থাকেন তবে নিচের লিংক থেকে লাইভ ভিডিওটি দেখে নিন।
★ লাইভ প্রিভিউ ট দেখতে এই লিংক এ ক্লিক করুন>> LIVE DEMO
ধন্যবাদ এতোক্ষন পর্যন্ত পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। পোস্টটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন । আবারো আসবো নতুন কোনো টিউন নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন-স্বুস্থ্য থাকুন। খোদা হাফেজ।