হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন।
বন্ধুরা আপনারা যারা মোবাইলের স্পিড ফাস্ট করতে চান মানে আপনাদের ফোন ধরুন অনেক স্লো চলে তাহলে আজকে আমি আপনাদের কার্যকরী একটি ট্রিকস দেখিয়ে দেবো যে ট্রিকসের মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ফাস্ট করে ফেলতে পারবেন এবং এটা আপনাদের ফোনের একটি সেটিংস আপনাদের সবার ফোনে এই সেটিংস টি আছে। তো আপনাদের আশাকরি অবাক লাগছে তো এটা সত্যি আপনার পুরোটা পড়লেই বুঝতে পারবেন। তো আপনাদের একটি কথা বলেনি সেটা হচ্ছে যে ধরুন আপনার ফোনে ১ জিবি ram তাহলে কিন্তু আপনাদের ফোনে 3gb অথবা 4gb ram এর মত কাজ করবে না। এটা কিন্তু আগেই বলে দিচ্ছি তো আপনাদের যাদের ১ জিবি ram তাদের আগের থেকে একটু হলেও ফাস্ট চলবে। এটা একদম শিওর।
তো আশা করি আপনাদের জন্যই অনেক ভালো একটি পোস্ট হবে তাই শেষ পর্যন্ত পরতে হবে। আপনাদের এটি করার জন্য সবার আগে সেটিংস এ চলে যেতে হবে। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের developer option এ চলে যাবেন।
আপনাদের ওই option চালু না থাকলে আপনাদের ফোনের সেটিংস এ যে অ্যাবাউট ফোনে Build Number একটি অপশন আছে সেখানে ৭ বার চাপ দিবেন। ৭ বার চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তারপর আপনাদের এবাউট ফোনের ডেভেলপার অপশন পেয়ে যাবেন অথবা সেটিংস এর প্রথম দিকে পেয়ে যাবেন অথবা শাওমি ফোনের ক্ষেত্রে একটু আলাদা। তো যাই হোক তারপর আপনাদের সর্বপ্রথম সেই ডেভেলপার অপশন চলে যেতে হবে চলে যাওয়ার পর তারপর আপনারা দেখতে পারবেন স্পিডফাস্ট একটি অপশন পাবেন সেখানে ৩ টা অপশন পাবেন এরকম তো সেখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ০.৫ সেখানে ১.০ সিলেক্ট করা আছে এবং সব সময় থাকে তো সেখান থেকে আপনাদের ০.০৫ সিলেক্ট করতে হবে ০.৫ সিলেক্ট করলে আপনাদের আগে ১.০ থাকা অবস্থায় যেরকম ফাস্ট চলত তার থেকেও আরো একটু বেশি ফাস্ট চলবে ০.৫ এটা সব থেকে কম। তো আপনাদের ফোনটা ধরুন স্লোও করে ফেলবেন একদম স্লো করে ফেলবে তাহলে সেখান থেকে যত বেশি আছে সেটা আপনারা সিলেট করে দেবেন সেটা সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পারবেন যে ওটা বেশি হয়ে যাবে তারপর আপনার ফোন আবার আরো বেসি স্লো হয়ে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামুয়ালাইকুম।
Joss
সুন্দর
Tnx
hmmm
bah sundor post
Nic post
osm
nice post
sundor post
ki sundor post
Nice post
Bujlam na
Speed fast namer kono option dekha jay na to?
Nice.
Nice
Good
Good
LOL
Nc
good
Valo
Try kore dekhe nei.
Nice
শেষদিকে বুঝিনি ফোন আরো বেশি স্লো হয়ে যাবে কেন
ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/
nice