Cheap price backlink from grathor: info@grathor.com

ফ্রিল্যান্সিং এ বেশি কাজ পাওয়ার ৬ টি টিপ্স।

আশা করি সবাই ভালো আছেন।বর্তমানে চাকরি পিছনে না ছুটে নিজেই কাজ শিখে মানুষ উপার্জন করতে পারছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।এখানে যেহেতু কাজের তেমন চাপ নেই,নিজেই নিজের বস তাই মানুষ এই পেশাটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।অনেকে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ-লাখ টাকাও ইনকাম করছে।এর জন্য ব্যবহার করছে নিজের বুদ্ধি,ধৈর্যো আর পরিশ্রম।

তাই একজন ফ্রিল্যান্সার মাসে ততবেশি ইনকাম করবে যতবেশি কাজ সে পেয়ে থাকবে এবং ভালোভাবে করে থাকবে।তাই আজকে আমি আপনাদেরকে এমন ৬ টি টিপ্স দেবো যেগুলোর মাধ্যমে আপনি নতুন হিয়ে থাকলে তারাতাড়ি কাজ পাবেন।আর একটু অভিজ্ঞ হয়ে থাকলে অনেক বেশি কাজ পাবেন।তো চলুন এরকম ৬ টি টিপ্স দেখে নেওয়া যাকঃ

১.হাসিমুখে প্রোফাইলের ছবিটা আপলোড করতে হবে।

অনেকেই অন্যদিকে তাকিয়ে বাকা হয়ে ছবি তুলেন।অনেকে তো আবার ফল-ফুলের ছবি দিয়ে রাখে।আসলে এগুলো করলে আপনি কাজ পেতে অনেক সময় লাগবে।আপনার উচিত হাসিমুখে একদম সুজা হয়ে একটা পিক দেওয়া।এতে ক্লায়েন্ট আপনার প্রতি ভালো অনুভব করবে।

২.নিজের প্রোটফুলিও বা পার্সোনাল ওয়েবসাইটে কাজের কিছু নমুনা দিলে কাজ বেশি পাওয়া সম্ভব।

আপনি পূর্বে যেই কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে সবথেকে বেশি যেগুলো ভালো হয়েছে তার ডিজাইনগুলো ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবেন।তাহলে ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখে বুঝতে পারবে এবং বেশি পরিমান কাজ পাওয়ার সসম্ভাবনা আছে।

৩.আপনি যেইকাজগুল পারেন তা ভালোভাবে ফুটিয়ে তুলবেন আপনার প্রফাইলের মধ্যে ফুটিয়ে তুললে কাজ তারাতাড়ি পাবেন।

আপনি যত ভালোভাবে লেখাটা লেখবেন ক্লায়েন্ট তত আপনাকে কাজ দেওয়ার জন্য আগ্রহী হবে।

৪.নতুন হিয়ে থাকলে অর্থের ব্যাপারে কোনো ঝামেলা করবেন না তাহলে ক্লায়েন্ট একেবারে আপনার ফিক্সড হয়ে যাবে।

আপনি একেবারে নতুন হয়ে থাকলে কাজের অর্থ এত বেশি চাইবেন না যার ফলে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ না করায়।আর এত কম চাইবেন না যাতে ক্লায়েন্ট আপনার প্রতি নেগিটেভিটি চলে আসে।

৫.ভালো ভালো কাজ শিখে একাধিক বিষয়ের উপর এক্সাপার্ট হতে পারলে আপনি কাজ করে শেষ করতে পারবেন না।

আপনি যদি কাজটি ভালভাবে শিখেন তাহলে ভালো ভাবে কাজ করতে পারবেন।আর একাধিক বিষয়ে জ্ঞান থাকলে কাজ পেতে কোনো সমস্যা হবে না।

৬.ক্লায়েন্টকে বোনাস কিছু দেওয়ার চেষ্টা করেন।

বোনাস পেতে সবারি ভালো লাগে।ক্লায়েন্ট যেকোনো কাজ দিলে একটু কষ্ট করে আরও কিছু কাজ করে ক্লায়েন্টকে দেন।তাহলে দেখবেন সেই ক্লায়েন্ট আরো ক্লায়েন্ট নিয়ে আসবে আপনার থেকে কাজ করানোর জন্য।

আশা করি এই ৬ টি টিপ্স মানলে আপনার কাজ পাওয়া নিয়ে আর ভাবতে হবে না।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No