ফ্রিল্যান্সিং কাকে বলে ?
ফ্রিল্যান্সিং একটি ইংরেজী শব্দ । এর বাংলা অর্থ হলো মুক্ত পেশা । কোন নির্দিষ্ট সময় ছাড়া, নির্দিষ্ট বেতন ছাড়া, কোম্পানির বা মালিকের কোন কাজ অনলাইনে সম্পুর্ন করে টাকা ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলে ।
উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি কোন কোম্পানিতে জব করতে চাই তাহলে সেখানে প্রথমে জবের জন্য এপ্লিকেশন করতে হয় । তারপর অ্যাপ্রুভ হলে আমরা সেখানে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেতনে কোম্পানির মালিকের হয়ে কাজ করে । কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে, আমরা কোন কোম্পানির কাজ করব তবে তা মুক্তভাবে, সেখানে কোনো নিদিষ্ট সময় থাকবে না, আমরা আমাদের সময় সুযোগ বুঝে কাজ করব | আর কোনো বেতন বা সেলারি নির্দিষ্ট থাকবে না | আমরা যত সময় দিতে পারবো তত টাকা ইনকাম করতে পারব | এখানে কারো অধীনে থেকে কাজ করতে হবে না |
বর্তমানে বাংলাদেশে প্রায় ছয় লক্ষ ফ্রিল্যান্সার আছে | যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে |
আমরা কি ফ্রিল্যান্সার পেশাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি ?
আমি আগেও একবার বলেছি যে, বাংলাদেশে প্রায় ছয় লাখ ফ্রিল্যান্সার আছে যারা মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করেছে | তাই আপনি বা আমি যদি যাই ফ্রিল্যান্সারকে আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারি | বাংলাদেশ পড়াশোনার পরে চাকরি পাওয়া খুব কঠিন তাই ফ্রিল্যান্সারকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি | কিন্তু আমরা কিভাবে এখানে কাজ করব এবং সফল হব এখন আমি এই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব__
ফ্রিল্যান্সার কি : আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করি আমাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় |
ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা হয় : ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় | যেমন
গ্রাফিক্স ডিজাইন
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
ডিজিটাল মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
এসইও
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
ডাটা এন্ট্রি
সহ আরো অনেক কাজ করা যায়
ফ্রিল্যান্সিং এ কি শিখবো : আমি বলেছি যে ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় | কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শিখবো ? আপনি কখনোই সবগুলো একসাথে হতে পারবেন না | তাই আপনাকে প্রথমত যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে | আর সেই বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে | তাহলে আপনি ফ্রীল্যান্সিংয়ে সফল হতে পারবেন |
কিভাবে ফ্রিল্যান্সিং এ দক্ষ হব : আপনাকে ফ্রিল্যান্সিংয়ের দক্ষ হতে হলে যে বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন সে বিষয়ে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে | এ সমস্ত বিষয়গুলোকে বই পুস্তকে লেখা নেই | তাই কিভাবে শিখবেন, আমাদের দেশে এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং এর কোর্স করিয়ে থাকে | আপনি তাদের কাছ থেকে কোর্স করতে পারেন | আবার বর্তমানে ইউটিউব আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে | আপনি চাইলে ইউটিউব দেখে আইডিয়া বা বেসিক দক্ষতা অর্জন করতে পারেন |
কোথায় ফ্রিল্যান্সিং এর কাজ পাব : ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে | কিভাবে এসব মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন ও কাজ পাবেন এ সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন | অথবা যেখানে কোর্স করবেন তারাই আপনাকে সব বলে দিবে | এছাড়া কাজ শিখার পর আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিতে পারবেন |
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস কি কি : ফ্রিল্যান্সিং এ অনলাইন এবং অফ্লাইন অনেক মার্কেটপ্লেস রয়েছে | অনলাইনে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হল__
ফাইবার
আপওয়ার্ক
ফ্রিল্যান্সার
পিপল পার আওয়ার
গুরু. কম
এছাড়া আপনি অনলাইনে আরো অনেক ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস পাবেন তবে আপনি আপনার কাজ অনুযায়ী মার্কেটপ্লেস বেছে নিবেন |
ফ্রিল্যান্সিং এ কত টাকা ইনকাম হয় : ফ্রিল্যান্সিংয়ে ইনকামের কোন নির্দিষ্টতা নেই | আপনি কোন মাসে 1 লক্ষ বা কোন মাসে 10000 আবার কোন মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন | এটা নির্ভর করে আপনার দক্ষতা ও কাজের উপর |
সুতরাং, উপরিউক্ত আলোচনা সাপেক্ষে আমরা বলতে পারি যে, আপনি যদি ফ্রিল্যান্সিং ভালোভাবে দক্ষতা ও জ্ঞান অর্জন করে মার্কেটপ্লেসে ভালো কাজ করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন |