আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?আশা করি সকলে যে যার পরিস্থিতিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু শুধু একটি নাম নয় এর সাথে জড়িয়ে থাকে ভালোলাগা,ভালোবাসা ,আস্থা এবং বিশ্বাস। মানুষ তার জন্মের পর থেকে বাবা মায়ের পর যে মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে থাকে তা হলো বন্ধুকে। বন্ধুর সাথে জড়িয়ে আছে হাজার রকম স্মৃতি আবেগ ,অনুভূতি এবং ভালোবাসা। বন্ধুদের স্মৃতি নিয়ে কবিতা,| বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কবিতা –
এই পৃথিবীতে ভালো এবং খারাপ মানুষের অভাব নাই। ঠিক তেমনি বন্ধু নাম শত্রূ এর অভাব নাই। কিন্তু তাই বলে বন্ধুর গুরুত্ব কমে যাবে তা কিন্তু নয়। একজন ভালো বন্ধু সারা জীবনের সাথী।মানুষ তার বাবা মা কিংবা প্রিয়জন এর সাথেও কথা বলে এতটা শান্তি পায় না যা একজন বন্ধুর সাথে কথা বলে পায়। তাই যুগে যুগে কালে কালে বন্ধু নিয়ে বের হয়েছে বিভিন্ন নাটক,সিনেমা ,গল্প ,উপন্যাস ,এমনকি কবিতাও। বন্ধু ছাড়া মানুষ তার একদিন ও কল্পনা করতে পারে না। জীবনে সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কারণ সেই বন্ধু যেমন আমার সুখে সুখী হবে ঠিক তেমনি আপনার ভুল ধরিয়ে দিবে। আপনার সুখের দিনে পাশে থাকবে ঠিক আপনার দুঃখের দিনেও আপনার হাত ধরে রাখবে।আপনাকে কখনো হতাশাগ্রস্ত হতে দিবে না।
আমাদের সকলের জীবনের বন্ধুর গুরুত্ব অপরিসীম। তাই সেই বন্ধুত্বের কথা স্মরণ করে প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব বন্ধু দিবস পালন করা হয়। কিন্তু এই বছর ৩০ জুলাই বন্ধু দিবস পালন করা হবে। আমাদের সকলের জীবনে কম বেশি বন্ধু রয়েছে। বন্ধু দিবসে কিংবা কোন জন্মদিনে আমরা আমাদের বন্ধুদের কোনো উপহার দিয়ে থাকি। অনেকসময় সেই উপহার চিরদিন সাথে থাকে অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু কখনো কি এমন কিছু করেছেন যা চিরদিন পাশে থাকে ? জি আজ আমি আপনাদের তেমনি এক জিনিসের কথা বলবো তা হলো কবিতা। আপনি আপনার বন্ধুকে কবিতা উপহার দিতে পারেন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে বন্ধু নিয়ে কিছু কবিতার লিংক তুলে ধরা হলো :
১.লিংকঃ MyBdTips.com
এই সাইটি গিয়ে আপনি তাদের সার্চ বক্সে বাংলায় উক্তি লিক্ষে সার্চ করলে বন্ধু নিয়ে কবিতা পাবেন।
২.লিংকঃ https://golpokobita.com
এই সাইটে আপনি গিয়ে পেইজের বাম আশে সব সংখ্যায় ক্লিক করবেন। ক্লিক করার পর এদের ২০১১ সালের জুলাই সংখ্যায় আপনি বন্ধু নিয়ে অনেক কবিতা পাবেন।
৩.লিংকঃ Bangla-love-sms.com
এই সাইটে গিয়ে আপনি এদের বাংলা কবিতা বিভাগে অনেক বাংলা কবিতার লিংক পাবেন।
এইসব সাইটের মাঝে আপনি আপনাকে বন্ধুর জন্য কবিতা লিখতে পারেন।এছাড়াও আপনি এই সাইটের সাহায্য নিয়ে নিজেও কবিতা লিখে দিতে পারেন।
তাহলে আজ এইটুকুই রইলো। অন্যদিন নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন
সুস্থ থাকুন